আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিককালে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসলের ঘটনা অহরহ ঘটছে। ভারতে আবারও ঘটল এমন একটি ঘটনা।
আজ রোববার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আসামের নলবাড়ী জেলার বাসিন্দা মানিক। স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না তার।
মানিক ও তার প্রতিবেশীদের অভিযোগ, তার স্ত্রী একাধিকবার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। একপর্যায়ে তারা দুজনই দাম্পত্য সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন।
মানিকের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পাশেই পলিথিনের ওপর রাখা চার বালতি দুধ। একেকটি বালতি তুলে দুধ গায়ে ঢালছেন তিনি।
এ সময় তাকে বলতে শোনা যায়, আজ আমি স্বাধীন। সে (তার স্ত্রী) বারবার তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছিল। পরিবারের শান্তির জন্য আমি এত দিন চুপ ছিলাম। আমার আইনজীবী গতকাল আমাকে জানিয়েছেন, বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। এই স্বাধীনতাকে উদ্যাপন করতে আমি দুধ দিয়ে গোসল করছি।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মানিকের স্ত্রী কমপক্ষে দু’বার তাকে ছেড়ে প্রেমিকের কাছে চলে যান। এরপর এ দম্পতি বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নেন।