মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ০২:১৬:২১

অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানলেন সন্তান প্রসবের মাত্র ১৭ ঘণ্টা আগে

অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানলেন সন্তান প্রসবের মাত্র ১৭ ঘণ্টা আগে

আন্তর্জাতিক ডেস্ক : শার্লট সামার্স নামে ২০ বছর বয়সী এক তরুণী জানিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পেরেছেন সন্তান প্রসবের মাত্র ১৭ ঘণ্টা আগে। এরপরই তিনি সন্তান প্রসব করেন। এটি মূলত হয়েছে এক বিরল অবস্থা ‘ক্রিপটিক প্রেগনেন্সি’ বা ‘গোপন গর্ভাবস্থা’র কারণে। শার্লট অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা।

ডেইলি মেইলের খবরে বলা হয়, গত জুনে একটি সুস্থ পুত্রসন্তান জন্ম দেওয়ার আগে শার্লট জানান, তিনি শুধু লক্ষ্য করেছিলেন যে, তার ওজন বেড়েছে এবং তার জিনসের সাইজও দুই ধাপ বড় হয়েছে। তবে তিনি ভেবেছিলেন এটি শুধুই মানসিক চাপের কারণে।

তিনি বলেন, ‘আমি তখনো সাইজ ৮ পোশাক কিনছিলাম। অবশ্যই, আমি একটু মোটা হয়ে গিয়েছিলাম।

তবে আমি আড়াই বছর ধরে একটি সম্পর্কে ছিলাম, তাই ভেবেছিলাম হয়তো এটা সেই সুখের সম্পর্ক থেকেই এই ওজন বাড়ার কারণ। তাছাড়া আমি তখন অনেক চাপের মধ্য দিয়ে যাচ্ছিলাম।’

কিন্তু ৬ জুন যখন তিনি গ্লুটেন সেনসিটিভিটি নিয়ে একজন ডাক্তারের কাছে যান, তখন তাকে একটি প্রেগন্যান্সি টেস্ট করতে বলা হয়। মাত্র কয়েক মিনিট পরেই চিকিৎসক তাকে জানান, তিনি গর্ভবতী। পরে জানা যায়, শার্লট গর্ভাবস্থার ৩৮ সপ্তাহে আছেন— যা প্রায় পূর্ণকালীন সময়।

শার্লট জানান, তার গর্ভধারণ টের না পাওয়ার অন্যতম কারণ ছিল যে, তার প্লাসেন্টা বা গর্ভনালির অংশটি জরায়ুর সামনের দিকে অবস্থান করছিল। এছাড়া, তিনি নিয়মিত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতেন এবং গর্ভকালীন সময়েও তার মিন্সট্রেশন পিরিয়ডও বন্ধ হয়নি।

শার্লট বলেন, তাকে একটি আলট্রাসাউন্ড পরীক্ষার জন্য পাঠানো হয় এবং পরে তার বিকল্পগুলো নিয়ে আলোচনা করতে বলা হয়।
তবে তার সঙ্গীর পরিবারের সহায়তায় সেদিনই স্থানীয় একটি হাসপাতালে আলট্রাসাউন্ড করানো হয় — যেখানে চিকিৎসকেরা জানান, সন্তান জন্ম দিতে আর খুব বেশি সময় বাকি নেই।

শার্লট বলেন, ‘তারা আমাকে বলল, তুমি ৩৮ সপ্তাহ ৪ দিনের গর্ভবতী। তখন আমি পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি শুধু আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম, আমার সঙ্গীকে ফোন করে বললাম, আমাদের এখনই যেতে হবে।’

ডাক্তাররা পরে জানান, শিশুর আশপাশে কোনো পানি নেই, তাই হয়তো লেবার ইন্ডিউস করতে হবে। সেই রাতেই শার্লট ও তার সঙ্গী আবার হাসপাতালে ফিরে যান। এর কিছুক্ষণ পরেই তার পানি ভেঙে যায় এবং তিনি মাত্র দুই ঘণ্টার ব্যবধানে সন্তান প্রসব করেন।

শার্লট বলেন, ‘আমি মাত্র সাত মিনিট ধাক্কা দিয়েছিলাম, তারপরই আমার ছেলে জন্ম নেয়। আবারও বলছি, আমি পুরোটা সময় যেন ঝিমিয়ে গিয়েছিলাম। ঠিকভাবে কিছু বুঝতেই পারিনি।’

শার্লট জানান, গর্ভাবস্থার কথা জানার মাত্র ১৭ ঘণ্টা ২১ মিনিটের মধ্যে তিনি সন্তান জন্ম দেন।

ক্রিপটিক প্রেগন্যান্সি এক বিরল অবস্থা, যেখানে গর্ভবতী ব্যক্তি নিয়মিত মিন্সট্রেশন পিরিয়ডের মতো লক্ষণ পেতে পারেন, শরীরে বিশেষ কোনো পরিবর্তন নাও দেখা দিতে পারে এবং গর্ভে শিশু নড়াচড়া করলেও তা টের পান না।

বার্লিনে ১২ মাসের একটি গবেষণায় দেখা গেছে, প্রতি ৪৭৫টি গর্ভাবস্থার মধ্যে একটি ২০ সপ্তাহ পর্যন্ত গোপন থাকে এবং প্রতি ২,৫০০টি গর্ভাবস্থার মধ্যে একটি পূর্ণমেয়াদি শিশু হয়ে যায় জেনে ওঠার আগেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে