এমটিনিউজ২৪ ডেস্ক : হোন্ডার জনপ্রিয় একটি মডেল ইউনিকর্ন। নতুন কিছু ফিচার যুক্ত করেছে এই মডেলটিতে। ২০ বছর আগে বাজারে এসেছে এই বাইক। যদিও গাড়ি নির্মাতারা এই ২০ বছরে মোটরসাইকেলের ডিজাইনে কোনো পরিবর্তন করেনি। কিছু ফিচারে পরিবর্তন এসেছে। যেমন এর বৈদ্যুতিক ভার্সন এসেছে বাজারে।
হোন্ডা ইউনিকর্নে একটি সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ইনস্টল করা হয়েছে। সঙ্গে এই মোটরসাইকেলে এলইডি হেডল্যাম্প, একটি সার্ভিস রিমাইন্ডার, একটি ১৫ ওয়াট ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টও দেওয়া হচ্ছে।
বাইকটিতে একটি গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং একটি ইকো ইন্ডিকেটরও রয়েছে। মোটরসাইকেলে এই সব নতুন বৈশিষ্ট্যসহ হোন্ডা এই বাইকের বিক্রি থেকে তার বাজার অংশীদারিত্ব বাড়াতে চায়।
এই হোন্ডা বাইকটিতে ১৬৩ সিসি সিঙ্গল-সিলিন্ডার, ফুয়েল ইনজেক্টেড পেট্রোল ইঞ্জিন রয়েছে। বাইকটিতে এই ইঞ্জিনটি ১৩ বিএইচপি শক্তি দেয় এবং ১৪.৬ এনএম টর্ক জেনারেট করে। এই বাইকের ইঞ্জিনে ৫-স্পিড গিয়ারবক্স রয়েছে।
বাইকে ওবিডি২ (অন-বোর্ড ডায়াগনস্টিকস ২) ইনস্টল করা আছে, যার কারণে এই বাইকটি একটি সীমার বেশি দূষণ করতে পারবে না। হোন্ডা ইউনিকর্নের মাইলেজ প্রতি লিটারে ৬০ কিলোমিটার। এর জ্বালানি ক্ষমতা ১৩ লিটার, যা সম্পূর্ণ চার্জে ৭৮০ কিলোমিটার পর্যন্ত চালানো যেতে পারে।
হোন্ডার এই নতুন বাইকটি তিনটি রঙের বিকল্পের বাজারে পাওয়া যাচ্ছে। এতে ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, পার্ল ইগনিস ব্ল্যাক এবং রেডিয়েন্ট রেড মেটালিক রং রয়েছে। ভারতে হোন্ডা ইউনিকর্নের নতুন মডেলের অন-রোড দাম ১ লাখ ৩৪ হাজার রুপি থেকে শুরু হয়ে ১ লাখ ৪৫ হাজার রুপি পর্যন্ত। সূত্র: এবিপি নিউজ