বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ০৩:২৮:৫৯

জানেন এবার হঠাৎ বিটকয়েনের দর কত হলো?

জানেন এবার হঠাৎ বিটকয়েনের দর কত হলো?

আন্তর্জাতিক ডেস্ক : ক্রিপ্টো বা ডিজিটাল মুদ্রাবাজারের শীর্ষ কারেন্সি বিটকয়েনের বড় দরপতন দেখা গেল। রেকর্ড গড়ার পরদিনই প্রায় ৩ শতাংশ দরপতন হয়েছে মুদ্রাটির। এর ফলে মুদ্রাটির দাম ১ লাখ ১৭ হাজারের নিচে নেমে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

যুক্তরাষ্ট্রে ‘ক্রিপ্টো সপ্তাহ’ চলছে। এর ফলে বিটকয়েনের দাম রেকর্ড ভেঙে নতুন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়। কয়েনমার্কেটক্যাপ-এর তথ্য অনুযায়ী, গত সোমবার (১৪ জুলাই) বিটকয়েনের মূল্য দাঁড়ায় ১ লাখ ২৩ হাজার ডলার ছাড়িয়ে যায়। এর ফলে বিটকয়েনের বাজার মূলধন দাঁড়ায় ২.৪ ট্রিলিয়ন ডলারে।

 তবে মঙ্গলবারই (১৫ জুলাই) বিটকয়েনের দাম প্রায় ৩ শতাংশ কমে যায়। ফলে মুদ্রার দাম কমে প্রায় ১ লাখ ১৭ হাজারের নিচে চলে আসে। তালিকায় দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের দামও মঙ্গলবার কমেছে। এর মূল্য ২.৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৮ ডলারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে