বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ০৮:২৯:০০

এবার কুয়েতের ভিসা মিলবে ঘরে বসেই!

এবার কুয়েতের ভিসা মিলবে ঘরে বসেই!

আন্তর্জাতিক ডেস্ক : ডিজিটাল অবকাঠামো আধুনিকীকরণ এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু করেছে কুয়েত। যেখানে ভ্রমণকারী এবং বাসিন্দা উভয়ের জন্য প্রবেশ প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ। আবেদনকারী ই-ভিসা পেতে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

চলতি সপ্তাহে চালু হওয়া ই-ভিসা পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হয়ে ওঠার গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে করে ডিজিটাল ব্যবস্থাপনায় আরও একধাপ এগিয়ে গেল কুয়েত।

ই-ভিসা প্ল্যাটফর্মটি বর্তমানে চার ধরণের ভিসা দেবে। এগুলোর মধ্যে রয়েছে পর্যটন ভিসা। যেখানে পর্যটকরা কুয়েত আসতে পারবেন খুব সহজে। এই ভিসার মেয়াদ হবে ৯০ দিন। এছাড়া পারিবারিক ভ্রমণ ও ব্যবসায়িক ভিসাও পাবেন। এতে পরিবারের সদস্যদের কুয়েত নিয়ে আসা এবং বিভিন্ন দেশের কোম্পানির প্রতিনিধি ও উদ্যোক্তারা যারা কুয়েতে বৈঠক, সেমিনার বা ব্যবসায়িক কাজে আসেন তাদের ৩০ দিনের ভিসা দেয়া হবে। অন্যদিকে সরকারি প্রতিনিধিদল এবং আনুষ্ঠানিক কার্যভারে নিযুক্ত কূটনৈতিক মিশনের সদস্যদের জন্য সরকারি সংরক্ষিত থাকবে।

কুয়েতে নতুন ই-ভিসা ব্যবস্থা চালু হওয়ায় পর্যটন, পরিবার ভ্রমণ ও ব্যবসায়িক ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন হবে। যেখানে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্যও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বলে মনে করছেন প্রবাসীরা।

এছাড়া কুয়েত শিগগিরই জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা পদ্ধতিতে যুক্ত হওয়ার কথা রয়েছে। যেখানে ছয়টি উপসাগরীয় দেশের মধ্যে একই ভিসায় চলাফেরা করা যাবে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে