শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ০৯:৪৯:১০

নৌকা ডুবে ২৮ জনের মৃত্যু, নিখোঁজ অনেক

নৌকা ডুবে ২৮ জনের মৃত্যু, নিখোঁজ অনেক

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের বিখ্যাত হা লং উপসাগরে শনিবার পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে এবং অনেকে নিখোঁজ রয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ড্যান ট্রাই সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইউনেসকো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হা লং বেতে ৪৮ জন যাত্রী, পাঁচজন ক্রু সদস্যসহ নৌকাটি হঠাৎ ভারি বৃষ্টির কবলে পড়ে ডুবে যায়।

এ ছাড়া সীমান্তরক্ষীরা ১২ জনকে জীবিত ও ১৮টি মৃতদেহ উদ্ধার করেছে জানিয়েছে ভিএন এক্সপ্রেস বলেছে, যাত্রীদের বেশির ভাগই রাজধানী হ্যানয় থেকে ঘুরতে আসা পরিবার, যাদের মধ্যে ২০টিরও বেশি শিশু ছিল।

প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রতিরক্ষা ও জননিরাপত্তা মন্ত্রণালয়কে জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। নিখোঁজদের সন্ধানে রাতভর উদ্ধার অভিযান চলবে বলে জানানো হয়েছে। সরকারি ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে পরিষ্কার করা হবে এবং কোনো ধরনের অবহেলা হলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।

হা লং বে এলাকার বাসিন্দা ট্রান চোং হুং এএফপিকে বলেন, ‘বিকেল ২টার দিকে হঠাৎ আকাশ কালো হয়ে যায়। আঙ্গুলের আকারের শিলাবৃষ্টি হচ্ছিল, সঙ্গে প্রবল বৃষ্টি, বজ্রঝড় ও বিদ্যুৎ চমকাচ্ছিল।’

উত্তরাঞ্চলীয় হ্যানয়, থাই গুয়েন ও বাক নিন প্রদেশেও শনিবার প্রবল বর্ষণ হয়েছে। হ্যানয় শহরে প্রবল বাতাসে অনেক গাছ উপড়ে গেছে। এই ঝড়ের আগে তিন দিন ধরে তীব্র গরম ছিল। কিছু এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছয়।

হা লং বে ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য, যেখানে প্রতিবছর লাখ লাখ মানুষ সবুজাভ নীল পানির মধ্যে ছড়িয়ে থাকা চুনাপাথরের দ্বীপপুঞ্জ দেখতে যায়।

এএফপির তথ্যমতে, গত বছর টাইফুন ইয়াগির প্রভাবে প্রবল বাতাস ও ঢেউয়ে উপসাগরের কোয়াং নিং প্রদেশের লক এলাকায় ৩০টি নৌযান ডুবে গিয়েছিল। অন্যদিকে এ মাসের শুরুর দিকে ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে একটি ফেরি ডুবে অন্তত ১৮ জনের মৃত্যু হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে