রবিবার, ২০ জুলাই, ২০২৫, ০৯:৫৩:৪৬

জনপ্রিয় মডেল বাজাজ পালসার N150 মডেলে নিয়ে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

জনপ্রিয় মডেল বাজাজ পালসার N150 মডেলে নিয়ে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতের বাজারে হঠাৎ জনপ্রিয় মডেল বাজাজ পালসার N150 মডেলের বিক্রি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে বাজাজ। বর্তমানে বাজাজের অফিশিয়াল ওয়েবসাইটেও বাইকটি আর দেখা যাচ্ছে না। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছে বাজাজ?

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, লঞ্চের পর দুর্দান্ত লুকস ও ফিচারের কারণে বাইকপ্রেমীদের একটি বড় অংশের দৃষ্টি আকর্ষণ করেছিল বাজাজ পালসার N150। কম বাজেটের অন্যতম সেরা মডেল হিসেবেও পরিচিতি লাভ করে। কিন্তু, মোটরসাইকেলের বাজারে খুব বেশি দিন টিকতে পারল না এই মডেলটি। 

ইতোমধ্যে বাজাজের পক্ষ থেকে ভারতের বাজারে এই বাইকটির বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। এর আর কোনো নতুন মডেল তৈরি করবে না কোম্পানিটি। ফলে, গ্রাহকেরা বাজাজের এই বাইকটি আর কেনার সুযোগ পাবেন না।

২০২৩ সালের শেষের দিকে বাজাজের পক্ষ থেকে পালসারের এই মডেলটিকে লঞ্চ করা হয়েছিল। প্রাথমিকভাবে এই বাইকটি জনপ্রিয়তার দেখাও পেয়েছিল। তবে, এই জনপ্রিয়তা খুব বেশি সময়ের জন্য স্থায়ী হয়নি। পরবর্তী সময়ে বাইকটির বিক্রি কমতে দেখা গিয়েছে।

কী কী সুবিধা রয়েছে
এই বাইকটিতে একটি ১৪৯cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের সুবিধা পাওয়া যেত। ইঞ্জিনটি ১৪ বিএইচপি শক্তি এবং ১৩.৫ এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই ইঞ্জিনটির সঙ্গেই পাওয়া যেত ৫ স্পিড গিয়ারবক্সের সুবিধা। এই বাইকটিকে মূলত স্পোর্টি লুকসের সঙ্গে বাজারে নিয়ে এসেছিল বাজাজ। এটির ডিজাইন অনেকটা পালসার এন১৬০–এর অনুরূপ।

বাইকটিতে একাধিক দুর্দান্ত ফিচারের সুবিধাও পাওয়া যেত। এই বাইকটির সেরা ফিচারগুলির মধ্যে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক, একটি রিয়ার মোনোশক এবং সিঙ্গল চ্যানেল এবিএস সহ ডিস্ক ব্রেক। মিলত বাজাজ রাইড কানেক্ট অ্যাপের মাধ্যমে ব্লুটুথ কনেকশনের সুবিধাও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে