আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালা রাজ্যের ৯ বছর বয়সী শিশু মুহাম্মদ মাদলাজ এক অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। মাত্র আড়াই বছরে পবিত্র কোরআন সম্পূর্ণ নিজ হাতে লিখেছেন। এই অনন্য কাজটি তার গভীর ধর্মীয় অনুরাগ, অধ্যবসায় সৃজনশীল মানসিকতার উজ্জ্বল নিদর্শন মনে করছে সবাই।
মাদলাজ ২০২২ সালের ডিসেম্বর মাসে, মাত্র ৬ বছর বয়সে, স্থানীয়ভাবে আয়োজিত সাত বছরের নিচে শিশুদের জন্য একটি প্রতিযোগিতা থেকে অনুপ্রেরণা পেয়ে কোরআন লেখার উদ্যোগ শুরু করে।
প্রতিদিন এক ঘণ্টা করে সে এ৪ সাইজের কাগজে পেন্সিল দিয়ে কোরআন লিখত। এ সময় সে আরবি ক্যালিগ্রাফির সৌন্দর্য ও তাজবিদের নিয়মাবলি যথাযথভাবে অনুসরণ করেছে।
এই সাধনায় তার পরিবার ছিল বড় সমর্থন। তারা তাকে উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয় এবং তার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। মাদলাজের মা প্রতিদিন তার লেখা খতিয়ে দেখে প্রয়োজনীয় সংশোধনী দিতেন। দীর্ঘ আড়াই বছরের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর ২০২৫ সালের ২৬ মে মাদলাজ তার কুরআন লেখা সম্পন্ন করেন।
পরবর্তীতে এই হাতে লেখা কপি বহু অভিজ্ঞ হাফেজ (নারী ও পুরুষ) দ্বারা কয়েকবার পর্যালোচনা করা হয়, যাতে নিশ্চিত হওয়া যায় এটি অনুমোদিত মুসহাফের সঙ্গে পুরোপুরি মিল রয়েছে।
প্রতিটি পারা পৃথকভাবে একাধিকবার যাচাই করা হয় এবং প্রায় দুই মাস ধরে এই যাচাইকরণ প্রক্রিয়া চলে। মাদলাজের এই কীর্তি কেবল তার নিষ্ঠা ও দক্ষতার পরিচায়ক নয়, বরং এটি তার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধাবোধের প্রতিফলন। সূত্র: ইকনা