এমটিনিউজ২৪ ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাউথ ওয়াজিরিস্তান জেলায় সাত পুলিশ সদস্যকে ‘অপহরণ’ করা হয়েছে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে ডন।
প্রতিবেদন মতে, রোববার (২০ জুলাই) টহল দেয়ার সময় দুটি পৃথক ঘটনায় দুটি থানার সাত পুলিশ সদস্য অপহরণের শিকার হয়েছে। আপার সাউথ ওয়াজিরিস্তানের জেলা পুলিশ অফিসার (ডিপিও) আরশাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রথম ঘটনায় নিয়মিত টহল দেয়ার সময় তিনজন পুলিশ সদস্য নিখোঁজ হয়। প্রাথমিকভাবে তাদেরকে অপহরণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। নিখোঁজ পুলিশ সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
একই রকম আরেকটি ঘটনা ঘটেছে সারওয়াকাই থানা এলাকায়। সেখানে টাঙ্গা চাগমালাই নামক স্থান থেকে চার পুলিশ সদস্য নিখোঁজ হয়েছে। পুলিশ কর্মকর্তা আরশাদ খান জানান, নিখোঁজ এই চার পুলিশ সদস্যের সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি এবং তাদের অনুসন্ধান অভিযান চলছে।
২০২২ সালের নভেম্বরে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে পাক সরকারের একটি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে।
গত বছর থেকে পাকিস্তানের এই দুই অঞ্চলে নিয়মিত সন্ত্রাসী হামলা ঘটছে। সন্ত্রাস দমনে অভিযান চালাচ্ছে পাক সেনাবাহিনী। গত শনিবারই (১৯ জুলাই) হাঙ্গুর জারগারি শিনাওয়ারি এলাকায় নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালায়।
এ সময় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। এতে নয়জন সন্ত্রাসী নিহত এবং তিনজন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়। এরপর পাক পুলিশ অভিযান আরও জোরদার করেছে।