সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১১:৩৫:৩৩

স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে এল Vivo

স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে এল Vivo

আন্তর্জাতিক ডেস্ক  : স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে এল Vivo। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে কোম্পানির দুটি নতুন 5G স্মার্টফোন – Vivo Y50 5G এবং Vivo Y50m 5G। শক্তিশালী ব্যাটারি, স্মুথ ডিসপ্লে এবং আধুনিক RAM ক্ষমতার জন্য ফোন দুটি বাজেট রেঞ্জে বেশ আকর্ষণীয়।
 
Vivo Y50 5G-এর দাম শুরু হচ্ছে 1199 ইউয়ান (প্রায় ₹14,400) এবং Y50m 5G-এর দাম 1499 ইউয়ান (প্রায় ₹18,000)।
ফোন দুটি পাওয়া যাবে তিনটি রঙে – প্ল্যাটিনাম হোয়াইট, স্কাই ব্লু এবং ডায়মন্ড ব্ল্যাক।
 
RAM ও স্টোরেজ কনফিগারেশন
দুটি ফোনের মধ্যে প্রধান পার্থক্য RAM ও স্টোরেজ কনফিগারেশনে।
 
মডেল RAM স্টোরেজ স্টোরেজ টাইপ
Y50 5G 4GB – 12GB 128GB – 256GB UFS 2.2 / eMMC 5.1
Y50m 5G 6GB – 12GB 128GB – 256GB UFS 2.2 / eMMC 5.1
দুটি ফোনেই থাকছে MediaTek Dimensity 6300 প্রসেসর।
 
ডিসপ্লে ও ডিজাইন
ফোন দুটিতে রয়েছে 6.74 ইঞ্চির LCD ডিসপ্লে যার রেজোলিউশন 1600 x 720 পিক্সেল।
থাকছে 90Hz রিফ্রেশ রেট এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও।
 
এই স্ক্রিনে ব্যবহারকারীরা পেয়ে যাবেন মসৃণ ও আরামদায়ক ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স।
 
ক্যামেরা স্পেসিফিকেশন
পিছনে থাকছে একটি 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা LED ফ্ল্যাশসহ।
সামনের অংশে সেলফির জন্য থাকছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
 
ব্যাটারি ও চার্জিং ফিচার
ফোন দুটিতে থাকছে বিশাল 6000mAh ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এটি দীর্ঘ সময় ব্যবহারেও ব্যাটারির টেনশন দূর করবে।
 
অন্যান্য ফিচার ও কানেক্টিভিটি
IP64 রেটিং – জল ও ধুলোর বিরুদ্ধে সুরক্ষা
সফটওয়্যার – Origin OS 5
কানেক্টিভিটি – ডুয়েল সিম 5G, Bluetooth 5.4, ডুয়েল-ব্যান্ড Wi-Fi, GPS
USB Type-C পোর্ট ও 3.5mm হেডফোন জ্যাক
Vivo Y50 সিরিজ ভারতে কবে আসবে?
এই দুটি 5G স্মার্টফোন আপাতত শুধুমাত্র চিনে উপলব্ধ।
ভারতের বাজারে কবে আসবে তা এখনও নিশ্চিত নয়। তবে Vivo সাধারণত তাদের বাজেট Y সিরিজের ফোনগুলো ভারতীয় মার্কেটেও আনে, তাই খুব শীঘ্রই এই ফোন দুটির ভারতীয় সংস্করণ দেখা যেতে পারে।
 
সংক্ষেপে ফিচার তালিকা
ফিচার বিবরণ
ডিসপ্লে 6.74 ইঞ্চি LCD, 90Hz
প্রসেসর MediaTek Dimensity 6300
রিয়ার ক্যামেরা 13MP
ফ্রন্ট ক্যামেরা 5MP
ব্যাটারি 6000mAh, 44W চার্জিং
RAM সর্বোচ্চ 12GB
স্টোরেজ সর্বোচ্চ 256GB
OS Origin OS 5
কানেক্টিভিটি 5G, BT 5.4, Wi-Fi, USB-C, 3.5mm jack
Vivo Y50 5G এবং Y50m 5G — বাজেট রেঞ্জের মধ্যে দুর্দান্ত ফিচার ও শক্তিশালী হার্ডওয়্যার নিয়ে এসেছে।
 
যারা দীর্ঘ ব্যাটারি লাইফ, স্টাইলিশ ডিজাইন ও উচ্চ RAM খুঁজছেন, তাদের জন্য এই ফোন দুটি হতে পারে অসাধারণ একটি চয়েস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে