আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশালমিডিয়া ব্যবহারের নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়ে একটি বিল পেশ করা হয়েছে সিনেটে। গতকাল সোমবার সিনেটে বৈঠকে এই বিলটি প্রস্তাব করা হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, সিনেটর সারমাদ আলী ও মাসরুর আহমদ এই বিল পেশ করেন। অনলাইনে শিশু নির্যাতন, সাইবার বুলিং এবং ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিলে বলা হয়, পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) দেশের সকল নাবালকের বিদ্যমান সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট মুছে ফেলতে দায়িত্বপ্রাপ্ত থাকবে এবং এ বিষয়ে নিয়ম-কানুন তৈরি ও বাস্তবায়নের ক্ষমতাও থাকবে।
গত বছর অস্ট্রেলিয়ার আইনপ্রণেতারা ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার জন্য একই ধরনের বিল পাস করেছিলেন।