মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ১১:১৩:৫৪

ব্রেকিং নিউজ: এবার প্লেনে আগুন

ব্রেকিং নিউজ: এবার প্লেনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পরই আগুন ধরে গেল এয়ার ইন্ডিয়ার একটি প্লেনের ইঞ্জিনে। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, যাত্রী ও বিমানের কর্মীরা নিরাপদেই নেমেছেন। তারা সবার নিরাপদে আছেন। আগুন লাগার কারণে প্লেনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, এআই৩১৫ প্লেনটি মঙ্গলবার হংকং থেকে দিল্লিতে অবতরণ করে। তার কিছুক্ষণ পরই প্লেনের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন লেগে যায়। তার পরই সেটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। প্রযুক্তিগতভাবে সেই ব্যবস্থাই করা রয়েছে প্লেনে। যখন তাতে আগুন লাগে, তখন যাত্রীরা বিমান থেকে নামছিলেন।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, কীভাবে আগুন লাগল, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। সূত্র: আনন্দবাজার, এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে