বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ০৩:১২:২৩

বাংলাদেশকে অভিনন্দন জানালেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ

বাংলাদেশকে অভিনন্দন জানালেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

বুধবার (২৩ জুলাই) এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া বার্তায় তিনি বাংলাদেশের এই সাফল্যের প্রশংসা করে বলেন, “পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। আমি আমাদের ক্রিকেট দলের উজ্জীবিত পারফরম্যান্সের জন্যও প্রশংসা করি।”

তিনি আরও বলেন, “জয়-পরাজয় খেলারই অংশ এবং এটাই হলো ক্রীড়াপ্রেমের প্রকৃত চেতনা। আমাদের দুই দেশের মধ্যে এ ক্রীড়ার সম্পর্ক আমাদের জনগণকে ঐক্যবদ্ধ এবং বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।”

এত কিছুর মাঝেও শেহবাজ শরীফের এই শুভেচ্ছা বার্তা দুই দেশের ক্রীড়ানুরাগীদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে