সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ০৮:২৫:২৯

বড় সুখবর আইফোন ব্যবহারকারীদের জন্য

বড় সুখবর আইফোন ব্যবহারকারীদের জন্য

আন্তর্জাতিক ডেস্ক : আইফোনে গুগলের ক্রোম ব্রাউজার ব্যবহার করেন অনেকেই। তাই আইফোন ব্যবহারকারীদের জন্য নিজেদের ক্রোম ব্রাউজারে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। নতুন এ সুবিধা চালুর ফলে আইফোনে এক ক্লিকেই ক্রোম ব্রাউজারের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। ফলে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দুই ধরনের অ্যাকাউন্ট ব্যবস্থাপনা আগের চেয়ে সহজ হবে।

ক্রোম ব্রাউজারের একাধিক অ্যাকাউন্ট ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে একসঙ্গে ব্যবহার করতে গিয়ে প্রায়ই ব্যবহারকারীদের বারবার সাইন ইন ও সাইন আউট করতে হয়। নতুন এ সুবিধা চালুর ফলে এখন আর সেই ঝামেলায় পড়তে হবে না। গুগলের হালনাগাদ করা ক্রোম ব্রাউজারে এক ক্লিকেই সহজে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যাওয়া যাবে। প্রতিটি অ্যাকাউন্টের ব্রাউজিং তথ্য যেমন ট্যাব, ইতিহাস, পাসওয়ার্ড ও বুকমার্ক সম্পূর্ণ আলাদাভাবে সংরক্ষণ করা হবে। ফলে ব্যক্তিগত ও পেশাগত ব্যবহারের মধ্যে স্পষ্ট পার্থক্য বজায় থাকবে এবং তথ্য হারিয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

গুগলের তথ্যমতে, ব্যবহারকারী যখন প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টে প্রবেশ করবেন, তখন গুগল ক্রোম তা স্পষ্টভাবে জানিয়ে দেবে। অর্থাৎ ব্যবহারকারীরা বুঝতে পারবেন যে তিনি একটি নিয়ন্ত্রিত মাধ্যমে প্রবেশ করছেন, যেখানে ব্রাউজিং তথ্য এবং নিরাপত্তা নীতিমালা আলাদা নিয়মে পরিচালিত হবে।

তবে প্রাথমিকভাবে নতুন এ সুবিধা শুধু প্রতিষ্ঠান–নিয়ন্ত্রিত বা ‘ম্যানেজড এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট’ ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা আপাতত এর আওতাভুক্ত নন। যখন কোনো ব্যবহারকারী প্রথমবার ম্যানেজড অ্যাকাউন্টে সাইন ইন করবেন, তখন ক্রোম একটি অনবোর্ডিং স্ক্রিনে জানিয়ে দেবে কীভাবে ব্যক্তিগত ও পেশাগত তথ্য আলাদা করা যায় তা দেখা যাবে। সূত্র: টেকলুসিভ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে