শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১১:৩৫:৫৯

যে দেশের ওপর সবচেয়ে কম শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

যে দেশের ওপর সবচেয়ে কম শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :  নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে বৃহস্পতিবার (৩১ জুলাই) নতুন আমদানি শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

নতুন আদেশ অনুযায়ী, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক এখনো অসম, সেসব দেশের পণ্যের ওপর অতিরিক্ত (মূল্যভিত্তিক) শুল্ক আরোপ করা হয়েছে। ওয়াশিংটন অনেক দেশ ও অঞ্চলের ওপর শুল্ক হার যেমন বাড়িয়েছে, আবার অনেক দেশ-অঞ্চলের ওপর থেকে তা কমানোও হয়েছে।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুসারে, এখন পর্যন্ত মাত্র ৩টি দেশ ও অঞ্চলের ওপর সবচেয়ে কম শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

 এর মধ্যে একটি হলো ব্রাজিল। দেশটির ওপর সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প। একই হারে শুল্কারোপ হয়েছে যুক্তরাজ্য এবং প্রত্যন্ত দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের (ইসলাস মালভিনাস) ওপর। 

 এদিকে, তালিকা অনুসারে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪১ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে সিরিয়ার ওপর। সিরিয়ার পর, লাওস ও মিয়ানমারের ওপর যথাক্রমে ৪০ শতাংশ করে শুল্কারোপ করা হয়েছে। আর সুইজারল্যান্ডের ওপর আরোপ করা হয়েছে ৩৯ শতাংশ শুল্ক।
 
৩৫ শতাংশ করে শুল্কের মুখে পড়েছে সার্বিয়া ও ইরাক। এছাড়াও ৩০ শতাংশ করে কয়েকটি দেশের ওপর শুল্ক বসিয়েছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে আলজেরিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, লিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
 
১৫ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে বেশ কিছু দেশের ওপর। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে