আন্তর্জাতিক ডেস্ক : ম্যাট্রিমনিয়াল সাইটে পরিচয়। সরাসরি দেখা করতে গিয়ে সর্বস্ব খুইয়েছিলেন কলকাতার নিউ ব্যারাকপুরের লেলিনগরের বাসিন্দা সুদীপ বোস। সেই ঘটনার তদন্তে নেমে রমা সাউ নামে এক নারীকে গ্রেফতার করে পুলিশ। আর রমা সাউকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশের জালে ধরা পড়ল এক বাংলাদেশি যুবক। নাম এম মাহমুদুল হাসান।
পুলিশ জানিয়েছে, ম্যাট্রিমনিয়াল সাইটে পরিচয়ের পর গত ১ জুলাই সুদীপ বোস দমদম বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলে রমা সাউয়ের সঙ্গে দেখা করতে যান। রমা সাউয়ের প্রকৃত নাম জিয়া সিং। ম্যাট্রিমনিয়াল সাইটে ভুয়া পরিচয় দিয়েছিলেন।
অভিযোগপত্রে সুদীপ জানান, হোটেলে তাকে চা খেতে দেন জিয়া। চা খাওয়ার পর অজ্ঞান হয়ে যান তিনি। তখন সুদীপের মানিব্যাগ, ফোন নিয়ে চম্পট দেন ওই নারী। জ্ঞান ফেরার পর সুদীপ ওই নারীর ফোন নম্বরে যোগাযোগ করেন।
কিন্তু, যোগাযোগ করা যায়নি। এরপরই বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ফাঁদ পাতে। ম্যাট্রিমনিয়াল সাইট থেকে ওই নারীর সঙ্গে যোগাযোগ করে। ফোন করে বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলে দেখা করতে বলে।
প্রথমে রাজি না হলেও অবশেষে ওই নারী দেখা করতে রাজি হন। তারপর দেখা করতে এলেই তাকে গ্রেপ্তার করা হয়।
জিয়া সিংকে জিজ্ঞাসাবাদ করেই মাহমুদুল হাসানের নাম জানতে পারে পুলিশ। জিয়ার সঙ্গে কী সম্পর্ক বাংলাদেশি নাগরিক মাহমুদুলের?
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সুদীপ-সহ একাধিক ব্যক্তিকে এভাবে প্রতারণার পর যে মোবাইলগুলো ছিনতাই করতেন জিয়া, সেগুলো তিনি মাহমুদুলকে বিক্রি করতেন। তাই, মাহমুদুলকে ধরতে জিয়াকে দিয়েই ফাঁদ পাতা হয়। জিয়া মাহমুদুলকে জানান, তিনি একটি ফোন বিক্রি করবেন। সেইমতো বাংলাদেশের রাজশাহীর ওই যুবক দমদম স্টেশনের কাছে যেতেই তাকে ধরা হয়।
জিজ্ঞাসাবাদে পুলিশকে মাহমুদুল জানিয়েছেন, অনলাইনে পুরনো জিনিস কেনাবেচার একটি সাইটের মাধ্যমে জিয়ার সঙ্গে তার পরিচয় হয়। এখন পর্যন্ত জিয়ার কাছ থেকে তিনি ১০টি মোবাইল কিনেছেন। আর সেই মোবাইলগুলো বাংলাদেশে নিয়ে বিক্রি করেছেন।
মাহমুদুলকে জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, ভারতে গিয়ে প্রত্যেকবার আলাদা হোটেলে উঠতেন তিনি। এবার ভারতে যান গত ১৫ জুলাই। পার্কস্ট্রিটের একটি অতিথিশালায় উঠেছিলেন তিনি। ওই অতিথিশালার মালিক জানিয়েছেন, অত্যন্ত চুপচাপ থাকতেন মাহমুদুল। কারও সঙ্গে কথা বলতেন না। সকালে বেরিয়ে যেতেন। রাতে ফিরতেন। কার সঙ্গে কোথায় যোগাযোগ রাখতেন, সেটা তাদের পক্ষে বলা সম্ভব নয়।