রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ০২:৪২:১৬

সহযাত্রীকে চড় মারায় এক যাত্রীকে আজীবন নিষিদ্ধ করল ইন্ডিগো এয়ারলাইনস

সহযাত্রীকে চড় মারায় এক যাত্রীকে আজীবন নিষিদ্ধ করল ইন্ডিগো এয়ারলাইনস

আন্তর্জাতিক ডেস্ক : মুম্বাই থেকে কলকাতাগামী একটি ইন্ডিগো ফ্লাইটে সহযাত্রীকে চড় মারার ঘটনায় অভিযুক্ত যাত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইন্ডিগো এয়ারলাইনস। শুক্রবার ফ্লাইটটি ছাড়ার ঠিক আগমুহূর্তে এই ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ইন্ডিগো এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘ইন্ডিগোতে আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা ও সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার পায়।

ঘটনার যথাযথ পর্যালোচনার পর, ওই যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফ্লাইটে এমন অশোভন আচরণ নিরুৎসাহিত করতে, ওই যাত্রীকে আমাদের যেকোনো ফ্লাইটে ভ্রমণ থেকে স্থগিত করা হয়েছে। আমরা সবাইকে একটি নিরাপদ, সম্মানজনক এবং আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

জানা গেছে, হুসেইন আহমেদ মজুমদার (৩২) নামের এক যাত্রী আতঙ্কিত হয়ে পড়লে ফ্লাইট অ্যাটেনডেন্টরা তাকে তার আসনে পৌঁছে দিতে সহায়তা করছিলেন। ঠিক সেই সময় হঠাৎ করে এক যাত্রী বিনা উসকানিতে তাকে থাপ্পড় মারেন।

ঘটনার পরপরই বিমানে থাকা অন্যান্য যাত্রী এবং ক্রুরা প্রতিবাদ জানান। ঘটনাটি বিমানের একাধিক যাত্রীর মোবাইল ক্যামেরায় ধারণ করা হয় এবং পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

ঘটনাটি ঘটেছিল ইন্ডিগোর ফ্লাইট ৬ই-২৩৮৭-এ।

ঘটনার পর অভিযুক্ত যাত্রীকে কলকাতা বিমানবন্দরে নামার পর নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তবে আটকের কিছুক্ষণ পর তাকে ছেড়েও দেওয়া হয়। 

ঘটনার পর ইন্ডিগোর পক্ষ থেকে আরো একটি বিবৃতি দেওয়া হয়, যেখানে বলা হয়, ‘আমাদের ফ্লাইটে একটি সহিংসতার ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। এ ধরনের অশোভন আচরণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং যাত্রী ও ক্রুদের নিরাপত্তা ও মর্যাদার পরিপন্থী। আমাদের ক্রুরা প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করেছেন।

অভিযুক্ত যাত্রীকে ‘অশোভন’ ঘোষণা করে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে