রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ০৬:৪৪:৩৭

বিধ্বস্ত হয়ে সমুদ্রে গিয়ে পড়ল বিমান!

বিধ্বস্ত হয়ে সমুদ্রে গিয়ে পড়ল বিমান!

আন্তর্জাতিক ডেস্ক :  স্পেনের জরুরি সেবা সংস্থাগুলো রবিবার মায়োর্কা উপকূলে বিমানের দুই আরোহীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে। এর আগে কসরত (অ্যাক্রোবেটিক) প্রদর্শনকারী বিমানটি সমুদ্রে পড়ে যায়। দেশটির সিভিল গার্ড এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনাস্থলে থাকা একটি নৌকার যাত্রীরা জানিয়েছেন, সোলার বন্দরের ঠিক কাছে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় তারা বিমানটিকে বিধ্বস্ত হতে দেখেছেন।

এর আগে দ্বীপের উত্তর উপকূলের ঠিক কাছে ধারাবাহিক কসরত (অ্যাক্রোবেটিক) প্রদর্শন করে বিমানটি।
এ ছাড়া প্রত্যক্ষদর্শীদের একজনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি প্রায় দুই ঘণ্টা আগে একটি স্টান্ট প্রদর্শনের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল।

উদ্ধারকারী দল বিমানটির কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করতে সক্ষম হলেও পাইলট ও অন্য এক আরোহীর কোনো খোঁজ পাওয়া যায়নি।- এএফপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে