মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ১২:৪২:০৯

পরিত্যক্ত বাড়ি থেকে খণ্ডবিখণ্ড ৩২টি দেহাবশেষ উদ্ধার

পরিত্যক্ত বাড়ি থেকে খণ্ডবিখণ্ড ৩২টি দেহাবশেষ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর সহিংসতাপ্রবণ গুয়ানাহুয়াতো রাজ্যের একটি পরিত্যক্ত বাড়ি থেকে খণ্ডবিখণ্ড ৩২টি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাজ্যের প্রসিকিউটর কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। দেহাবশেষগুলো শহর ইরাপুয়াতোতে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে চালানো এক অভিযানের সময় পাওয়া যায়। প্রসিকিউটরদের মতে, এ পর্যন্ত ১৫ জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।

দেহাবশেষগুলো ছিল ‘খণ্ডবিখণ্ড অবস্থায়’, যার ফলে শনাক্তকরণ প্রক্রিয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যম জানায়, তদন্তকারীরা প্লাস্টিকের ব্যাগে ভরা দেহের অংশ খুঁজে পান। ‘হাস্তা এনকনত্রারতে’ নামে নিখোঁজদের পরিবারের সদস্যদের একটি সংগঠনের লোকজন সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন। অনেকেই প্রিয়জনদের খোঁজে বা নতুন কোনো প্রমাণের আশায় সেখানে উপস্থিত হন।

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করে এক নারী এএফপিকে বলেন, ‘আমরা আশা করি আমাদের প্রিয়জনদের খুঁজে পাব। এত বছর কেটে গেছে, কিন্তু এখনও কিছুই জানতে পারিনি। যখন এ ধরনের গণকবরের সন্ধান মেলে, তখন আমরা সেখানে থাকতে চাই।’ গুয়ানাহুয়াতো মধ্য মেক্সিকোর একটি শিল্প সমৃদ্ধ ও জনপ্রিয় পর্যটন এলাকা।

আবার দেশটির সবচেয়ে সহিংস রাজ্য হিসেবেও পরিচিত। সরকারিভাবে প্রকাশিত হত্যার পরিসংখ্যান অনুযায়ী, এখানকার সহিংসতা মূলত সান্তা রোসা দে লিমা গ্যাং ও হালিস্কো নিউ জেনারেশন কার্টেল-এর মধ্যকার গ্যাং যুদ্ধে উত্থান ঘটেছে।
২০২৩ সালে গুয়ানাহুয়াতোতে ৩ হাজারের১০০-এর বেশি খুনের ঘটনা ঘটে, যা মেক্সিকোর সব রাজ্যের মধ্যে সর্বোচ্চ—দেশব্যাপী মোট হত্যাকাণ্ডের ১০.৫ শতাংশ। রাজ্যটিতে ৩ হাজার ৬০০-এর বেশি নিখোঁজ ব্যক্তি রয়েছে। যা মোট দেশব্যাপী ১ লাখ ২০ হাজার নিখোঁজের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা।

গত জুন মাসে ইরাপুয়াতোর একটি পাড়ায় বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হন। এর আগের মাসেই, শহরের আরেকটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনা আরো একবার গুয়ানাহুয়াতোর সহিংস বাস্তবতা ও নিখোঁজদের বিষয়ে দেশব্যাপী গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। সূত্র : এএফপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে