বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ০২:১৯:৫৫

এবার যে রেকর্ডের পথে সৌদি আরব

এবার যে রেকর্ডের পথে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে সোমবার দুইজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এ নিয়ে তিন দিনে দেশটিতে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিলো সৌদি সরকার। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই বছর রেকর্ড সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি কর্তৃপক্ষ।

শনিবার ও রোববার মাদক সংক্রান্ত অপরাধে ১৫ জন বিদেশি নাগরিককে মৃত্যুদণ্ড দেয়া হয়। এরপর সন্ত্রাসী অপরাধের জন্য দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে সরকারি সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।

২০২২ সালের মার্চ মাসের পর এটি মৃত্যুদণ্ডের দ্রুততম ঘটনা। ওই সময় সন্ত্রাসবাদ-সম্পর্কিত অপরাধের জন্য একদিনে ৮১ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, যা ব্যাপক নিন্দার জন্ম দেয়।

এদিকে, শনিবার ও রোববার যাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাদের মধ্যে ১৩ জনকে গাঁজা পাচারের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং একজনকে কোকেন পাচারের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

বিশ্বের অন্যতম মৃত্যুদণ্ড প্রদানকারী দেশ হলো সৌদি আরব, এই বছর এ পর্যন্ত ২৩৯টি মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি।

রক্ষণশীল দেশটি গত বছরে ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। যা ১৯৯০ এর দশক থেকে পাওয়া রেকর্ড অনুযায়ী সবচেয়ে বেশি।
 
একটি বার্তা সংস্থার সরকারি তথ্য অনুযায়ী, এই বছর মাদক অপরাধের জন্য ১৬১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এরমধ্যে ১৩৬ জন বিদেশি।

বিশ্লেষকরা এই রেকর্ড বৃদ্ধির কারণ হিসেবে ২০২৩ সালে শুরু হওয়া রাজ্যের মাদকের বিরুদ্ধে যুদ্ধকে উল্লেখ করেছেন, যাদের প্রথমে গ্রেফতার করা হয়েছিল তাদের অনেককেই এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে।
 
সৌদি আরব প্রায় তিন বছর ধরে মাদক সংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ রাখার পর ২০২২ সালের শেষের দিকে পুনরায় মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু করে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে