শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫, ০২:৪০:৪৬

ভারতের সঙ্গে কোনো ‘বাণিজ্য আলোচনা’ নয়: ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি

ভারতের সঙ্গে কোনো ‘বাণিজ্য আলোচনা’ নয়: ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েও ক্ষান্ত থাকলেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন শুল্ক সংক্রান্ত বিরোধ মেটার আগে ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।

এ দিন এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, ভারতের ওপরে ৫০ শতাংশ হারে শুল্ক আরোপের পরে আর কি বাণিজ্য আলোচনার আশা করছেন কি না? 

জবাবে ট্রাম্প বলেন, ‘না, এটা সমাধান হওয়ার আগে কিছুই হবে না। আমরা পরে এটি নির্ধারণ করব, কিন্তু এই মুহূর্তে তাদের ৫০ শতাংশ শুল্কই দিতে হচ্ছে’।

এর আগে গত বুধবার এক নির্বাহী আদেশে রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর ফলে আগের ২৫ শতাংশসহ ভারতের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে। এর মধ্যে ২৫ শতাংশ ইতোমধ্যেই কার্যকর হয়েছে এবং বাকি ২৫ শতাংশ শুল্ক আগামী ২৮ আগস্ট থেকে কার্যকর হবে।

এদিকে অতিরিক্ত শুল্ক চাপানোর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে ট্রাম্পের এই পদক্ষেপকে ‘অন্যায্য, অযৌক্তিক এবং ভিত্তীহীন’ বলেছে। 

এতে আরও বলা হয়, ‘ভারত আগেও একাধিকবার স্পষ্ট করে দিয়েছে, বাজারের পরিস্থিতি এবং ১৪০ কোটি ভারতবাসীর জ্বালানির নিরাপত্তার কথা মাথায় রেখেই রাশিয়া থেকে তেল আমদানি করা হয়।’ 

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের এই শুল্কারোপের প্রতিক্রিয়ায় দেওয়া বার্তায় বলেছেন, অর্থনৈতিক চাপের মুখেও ভারত তার অবস্থান থেকে একচুল সরবে না। কৃষকের স্বার্থ আমাদের কাছে সবার আগে।

তবে ট্রাম্প এই সব শুনতে বা মানতে নারাজ। এ বার তিনি ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের হুঁশিয়ারি দিলেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে