শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫, ০৩:৩৭:০৫

হোয়াটসঅ্যাপে থাকা এই দুর্দান্ত ফিচার অনেকেই জানেন না!

হোয়াটসঅ্যাপে থাকা এই দুর্দান্ত ফিচার অনেকেই জানেন না!

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিনিয়ত আপডেট হচ্ছে মেটার মালিকানাধীন অ্যাপ হোয়াটসঅ্যাপ। এবার গুগল ফোন অ্যাপে সরাসরি দেখা যাবে হোয়াটসঅ্যাপ কলের হিস্ট্রি।

সাধারণত গুগল ফোন অ্যাপে শুধুমাত্র মোবাইল নেটওয়ার্কের কল হিস্ট্রি দেখা যায়। কিন্তু নতুন আপডেটে হোয়াটসঅ্যাপ কলের হিস্ট্রিও যুক্ত হচ্ছে। ফলে এক জায়গায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট কলের তথ্য দেখতে পারবেন ব্যবহারকারীরা।

কীভাবে কাজ করবে এই ফিচার?
ইতোমধ্যে অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে এই ফিচার চালু হয়েছে।
গুগল ফোন অ্যাপের v124.0.608164421 পাবলিক বিটা ভার্সন ও হোয়াটসঅ্যাপ 2.24.6.6 আপডেটে এটি দেখা গেছে।
কল লগে নির্দিষ্ট কলে ট্যাপ করলেই জানা যাবে সেটি হোয়াটসঅ্যাপ নাকি সিম কল।
হোয়াটসঅ্যাপ কলের পাশে লেবেল থাকবে, যা আলাদা করতে সাহায্য করবে।
আইফোন ব্যবহারকারীদের জন্যও আসছে

এই ফিচার শুধুমাত্র অ্যান্ড্রয়েড নয়, iOS (আইফোন) ব্যবহারকারীদের জন্যও আসছে।

অন্যান্য অ্যাপে আসবে কি?

গুগল এখনো জানায়নি সিগন্যাল বা টেলিগ্রাম কলের হিস্ট্রি গুগল ফোন অ্যাপে দেখা যাবে কি না।

হোয়াটসঅ্যাপ কলের হিস্ট্রি যুক্ত হওয়ায় অনেক ব্যবহারকারী সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। আপনি কি এই ফিচারটি পেয়ে গেছেন? জানান কমেন্টে!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে