শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ০৩:৪০:৩৫

ভাইরাল প্রেমিক-প্রেমিকার মর্মান্তিক ঘটনা

ভাইরাল প্রেমিক-প্রেমিকার মর্মান্তিক ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিকার সঙ্গে দেখা করতে তার বাড়িতে গিয়েছিলেন প্রেমিক। কিন্তু দেখা হওয়ার পর দুজনের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা বাধে। বাগ্বিতণ্ডা চরমে পৌঁছলে রেগে ঘর থেকে বেরিয়ে আসেন প্রেমিক। তাকে থামাতে তার পিছু পিছু দৌড় দেন প্রেমিকাও।

দৌড়ে গিয়ে পিছন থেকে প্রেমিককে জড়িয়ে ধরেন তিনি। কিন্তু গতির কারণে তিনতলার বারান্দায় রেলিংয়ে ধাক্কা খান দুজন। এতে রেলিং ভেঙে দুজন নিচে পড়ে যান। আলোচিত এই ঘটনা ঘটেছে পেরুতে।

তাদের পড়ে যাওয়ার দৃশ্য ঘরের বাইরে থাকা সিসিক্যামেরায় ধরা পড়েছে। জানা গেছে, ওই তরুণীর নাম এমিলি এবং তার প্রেমিকের নাম হেনরি। যুগল পড়ে যাওয়ার পর স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যান।

কিন্তু মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এমিলির। হেনরির চিকিৎসা চলছে। তার অবস্থাও আশঙ্কাজনক। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে