রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ০২:৩১:২৪

এবার ইনকাম করুন ফেসবুক প্রোফাইল থেকেও, জানুন উপায়

এবার ইনকাম করুন ফেসবুক প্রোফাইল থেকেও, জানুন উপায়

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুক সাধারণত প্রোফাইল (যেটা ব্যক্তিগত অ্যাকাউন্ট) থেকে সরাসরি আয় করার সুযোগ দেয় না, তবে কিছু পরোক্ষ পদ্ধতি আছে যেগুলো ব্যবহার করে আপনি প্রোফাইল থেকেও ইনকাম করতে পারেন। সরাসরি মনিটাইজেশন ফিচার মূলত Facebook Page বা Professional Mode সক্রিয় প্রোফাইলের জন্য প্রযোজ্য।

জানুন কীভাবে ফেসবুক প্রোফাইল থেকে আয় করবেন-

Facebook Professional Mode চালু করা

২০২২ সাল থেকে ফেসবুক Professional Mode চালু করেছে, যেটি প্রোফাইলকেও পেজের মতো বানিয়ে ভিডিও ও ছবি পোস্টে মনিটাইজেশন চালু করার সুযোগ দেয়।

প্রোফাইলে গিয়ে ‘Turn on Professional Mode’ অপশন সিলেক্ট করুন।

এতে আপনার প্রোফাইল পাবলিক কনটেন্ট ক্রিয়েটর প্রোফাইলে রূপান্তরিত হবে।

এর মাধ্যমে আপনি Ads on Reels, Stars, Brand Collaboration এর মতো ফিচার পাবেন।

ভিডিও বা রিল থেকে আয়

প্রোফাইলের প্রফেশনাল মোড চালু হলে—
Ads on Reels: আপনার রিল ভিডিওতে বিজ্ঞাপন দেখাবে, সেখান থেকে আপনি আয় পাবেন।

Stars: দর্শকরা আপনাকে স্টার কিনে পাঠাতে পারবে (যেমন ইউটিউব সুপার চ্যাট)।

ছবি ও কনটেন্ট দিয়ে ইনকাম

ছবি পোস্ট করেও আয় সম্ভব, তবে সেটা ব্র্যান্ড ডিল বা স্পনসরশিপ এর মাধ্যমে।

আপনার ছবিতে পণ্য প্রচার, ব্র্যান্ড ট্যাগ বা অ্যাফিলিয়েট লিঙ্ক যুক্ত করুন।

বড় ব্র্যান্ড বা ছোট ব্যবসা আপনাকে পেমেন্ট দেবে তাদের পণ্য প্রচারের জন্য।

অ্যাফিলিয়েট মার্কেটিং

প্রোফাইলে ছবি, ভিডিও বা পোস্টে অ্যাফিলিয়েট লিঙ্ক দিন (যেমন-Daraz)।

কেউ সেই লিঙ্ক দিয়ে কিনলে আপনি কমিশন পাবেন।

অনলাইন পণ্য বিক্রি

প্রোফাইলের মাধ্যমে Facebook Marketplace বা পোস্টে পণ্যের ছবি ও দাম শেয়ার করে বিক্রি করুন।

নিজের তৈরি জিনিস (হ্যান্ডক্রাফট, ডিজিটাল সার্ভিস, ই-বুক ইত্যাদি) বিক্রি করতে পারেন।

ডিজিটাল সার্ভিস বিক্রি

যেমন—

ফটো এডিটিং

ভিডিও এডিটিং

কনটেন্ট রাইটিং

গ্রাফিক ডিজাইন

আপনার প্রোফাইল দিয়ে এসব প্রচার করে ক্লায়েন্ট পেতে পারেন।

মনে রাখবেন:

নিয়মিত কনটেন্ট পোস্ট করতে হবে (ভিডিও + ছবি মিলিয়ে)।

অডিয়েন্স যত বেশি, আয়ের সুযোগ তত বাড়বে।

কপিরাইট ভঙ্গ করবেন না, না হলে মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে