রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ০৩:২১:৩১

তিন সন্তানকে নিজের সঙ্গে বেঁধে খালে ঝাঁপ নারীর! সবার মরদেহ বাঁধা অবস্থায় উদ্ধার

তিন সন্তানকে নিজের সঙ্গে বেঁধে খালে ঝাঁপ নারীর! সবার মরদেহ বাঁধা অবস্থায় উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : পারিবারিক কলহের জেরে তিন সন্তানকে নিজের সঙ্গে বেঁধে খালে ঝাঁপ দিয়েছেন এক নারী। পরে সবার মরদেহ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলার রিসাউরা গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতরা হলেন মা রীনা, তার তিন শিশুসন্তান হিমাংশু (৯), আনশি (৫) এবং প্রিন্স (৩)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে স্বামী অখিলেশের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে রীনার ঝগড়া হয়। পরে স্বামীকে না জানিয়ে সন্তানদের নিয়ে ঘর থেকে বের হয়ে যান তিনি।

এনডিটিভি বলছে, শনিবার সকালে শ্বশুরবাড়ির লোকজন তাদের খোঁজ শুরু করেন। এক পর্যায়ে একটি খালের ধারে রীনার পোশাক, চুড়ি, ব্রেসলেট, স্যান্ডেলসহ অন্যান্য সামগ্রী পাওয়া যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়।

বান্দা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শিব রাজ বলেন, আমরা খালের পানি কমিয়ে ডুবুরি মোতায়েন করি। ৫-৬ ঘণ্টা পর খালের পানি থেকে ওই নারী এবং তার তিন সন্তানের মরদেহ উদ্ধার হয়। মরদেহগুলো কাপড় দিয়ে একসঙ্গে বাঁধা ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে, স্বামীর সঙ্গে বিবাদের পর রাতেই তিন সন্তানকে নিজের সঙ্গে বেঁধে খালে ঝাঁপ দেন তিনি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অখিলেশকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে