মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১০:১০:৫৩

এক বিমানের সঙ্গে আরেক বিমানের ধাক্কা! তারপর...

এক বিমানের সঙ্গে আরেক বিমানের ধাক্কা! তারপর...

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে পার্ক করা একটি বিমানকে ধাক্কা দিয়েছে অবতরণকারী একটি ছোট বিমান। এতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (১১ আগস্ট) মন্টানা বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দরটি উত্তর-পশ্চিম মন্টানা রাজ্যের প্রায় ৩০,০০০ জনসংখ্যার শহর ক্যালিস্পেলের ঠিক দক্ষিণে অবস্থিত।

ক্যালিস্পেল পুলিশ প্রধান জর্ডান ভেনেজিও এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) মতে, সোমবার চারজন যাত্রী নিয়ে একক ইঞ্জিনের বিমানটি দুপুর ২টার দিকে ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল।

এফএএ জানায়, সোকাটা টিবিএম ৭০০ টার্বোপ্রপ বিমানটি মাটিতে থাকা একটি খালি বিমানকে ধাক্কা দেয়। ভেনেজিও বলেন, দুর্ঘটনার পর আগুন পাশের একটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি বিমানে আগুন ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ দিক থেকে একটি বিমান এসে রানওয়ের শেষে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় অন্য একটি বিমানের সঙ্গে ধাক্কা খায়। এরপর অবতরণের চেষ্টা করা বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় পাইলট এবং তিন যাত্রী বিমানটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

জানা গেছে, দুই যাত্রী সামান্য আহত হয়েছেন এবং বিমানবন্দরে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে