মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১০:৫১:২১

‘অপারেশন অ্যালার্ট’ শুরু

‘অপারেশন অ্যালার্ট’ শুরু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় ‘অপারেশন অ্যালার্ট’ শুরু করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে এই অভিযান আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার এক বিবৃবিতে বিএসএফ বলছে, মেঘালয় রাজ্য পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানের অংশ হিসেবে সীমান্ত লাগোয়া এলাকায় অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে বিএসএফ। বিএসএফের সদর দপ্তর ও সেক্টর সদর দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা সীমান্তে উপস্থিত হয়ে সরাসরি এই অভিযানের তদারকি করছেন।

বিবৃতিতে বলা হয়েছে, বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’ অভিযানে সীমান্তে ২৪ ঘণ্টা টহল, আকস্মিক তল্লাশি ও নৌপথে টহল জোরদার করা হয়েছে। এছাড়া গবাদি পশু পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নাইট ভিশন সরঞ্জাম ও ভ্রাম্যমান টহল দলের সহায়তায় সমন্বিত স্থল ও নৌপথ টহলের মাধ্যমে ঝুঁকিপূর্ণ স্থল ও নৌপথ সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।

বিএসএফ শিলং ফ্রন্টিয়ার সদর দপ্তরের পরিদর্শক জেনারেল ওপি উপাধ্যায় বর্তমানে সীমান্তে অবস্থান করছেন। দেশটির বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেছেন, আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতাদিবসের উৎসব চলাকালীন জাতীয় নিরাপত্তা রক্ষা ও শত্রুপক্ষের যেকোনও বিঘ্ন সৃষ্টির প্রচেষ্টা ঠেকাতে অপারেশন অ্যালার্ট শুরু করা হয়েছে। ১৬ আগস্ট পর্যন্ত এই অভিযান চলবে এবং পুরো মেঘালয় সীমান্তজুড়ে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে।

এদিকে, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিক (২৫ এপ্রিল-২৫ জুলাই) সময়ে উচ্চ সতর্কতা ও কার্যকর অভিযানে মেঘালয় সীমান্তে মোট ৩৩টি গুরুত্বপূর্ণ জব্দের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিএসএফ।

এ সময় ২৩ ভারতীয় ও ১২ বাংলাদেশি নাগরিক আটক করা হয়। এছাড়া ৩৯ লাখের বেশি রুপির মূল্যের পণ্যও জব্দ করেছে দেশটির এই সীমান্তরক্ষী বাহিনী। সম্প্রতি মেঘালয় সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ৩১ লাখ রুপির বেশি মূল্যের মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিএসএফ। মোবাইল ডিসপ্লে জব্দের এই ঘটনাকে চোরাচালানের নতুন প্রবণতা বলছে ভারতীয় এই সীমান্তরক্ষী বাহিনী।

একই সময়ে মেঘালয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানে জড়িত অভিযোগে ১১৬ বাংলাদেশি ও ৩৪ ভারতীয় নাগরিককে আটক করেছে বিএসএফ। সূত্র: এএনআই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে