বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ০৯:৪১:৫৯

শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাত সৌদির বিভিন্ন শহরে, ভাইরাল সেই ভিডিও

শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাত সৌদির বিভিন্ন শহরে, ভাইরাল সেই ভিডিও

আন্তজার্তিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবের তায়েফ শহরসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির সঙ্গে তাপমাত্রার উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে বলে জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির অনেক ভিডিও শেয়ার হয়েছে।  

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, এই চরম আবহাওয়ার ঘটনা গ্রীষ্মের তুলনায় শীতের দৃশ্যকে আরও বেশি সাধারণ করে তুলেছে। অঞ্চলটিতে শিলাবৃষ্টিতে ঢেকে গেছে মাটি। এছাড়া স্থানীয় পর্যায়ে বন্যার সৃষ্টি করেছে। 

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যেই বজ্রপাত, প্রবল বাতাস এবং আকস্মিক বন্যার জন্য সতর্কতা জারি করেছে সংস্থাটি। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঝুঁকি বেশি থাকায় দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। অনলাইনে শেয়ার করা ভিডিওগুলোতে ঝড়ের তীব্রতা লক্ষ্য করা গেছে। 

ভিডিওতে দেখা যায়, বন্যার পানি রাস্তায় প্রবাহিত হচ্ছে এবং শিলাবৃষ্টি ভূ-প্রকৃতিকে ঢেকে দিচ্ছে। এনসিএমের সতর্কীকরণে বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ভেজা রাস্তায় গাড়ি চালানোর সময় এবং আকস্মিক বন্যায় ঝুঁকিপূর্ণ উপত্যকা এবং নিম্নাঞ্চল থেকে দূরে থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে