বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ০৯:৫৪:১৩

অস্ত্রোপচারের পর আস্ত মোবাইল ফোন বেরা করা হলো রোগীর পেট থেকে

অস্ত্রোপচারের পর আস্ত মোবাইল ফোন বেরা করা হলো রোগীর পেট থেকে

আন্তজার্তিক ডেস্ক : মিশরে অস্ত্রোপচারে তার পেট থেকে সেই মোবাইল ফোন বের করেছেন সার্জনরা। এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন দেশটির হুরঘাদা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা।  

মঙ্গলবার (১২ আগস্ট) গালফ নিউজের প্রতিবেদেনে বলা হয়, মোবাইল ফোনটি বেশ ছোট ছিল, তবে ডিভাইসটি রোগীর পেটে থাকায় তার জীবন হুমকির কারণ হয়ে দাঁড়ায় বলে জানান দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।

রেড সি হেলথ ডিরেক্টরেটের মতে, অজ্ঞাত ওই রোগী তীব্র পেটে ব্যথা, ক্রমাগত বমি এবং ক্লান্তি নিয়ে হাসপাতালে এসেছিলেন। ইমেজিং স্ক্যানে একটি বস্তু পাকস্থলিতে বাধা সৃষ্টি করে বলে দেখা যায়। পরে সার্জনরা সেটিকে চিহ্নিত করেন। মূলত ভুলবশত মোবাইল ফোনটি গিলে ফেলেছিলেন ওই রোগী।

হাসপাতালের পরিচালক ডা. করিম এল শাবরাভি সাংবাদিকদের জানিয়েছেন, একটি বিশেষায়িত মেডিকেল দল ডিভাইসটি অপসারণের জন্য একটি জরুরি প্রক্রিয়া সম্পাদন করেছে। অস্ত্রোপচারটি কোনো জটিলতা ছাড়াই সম্পন্ন হয়েছে এবং রোগী জ্ঞান ফিরে পেয়েছেন, যদিও তিনি পর্যবেক্ষণে রয়েছেন। তবে ডিভাইসটি কীভাবে সেখানে শেষ পর্যন্ত পৌঁছেছে তা বিস্তারিতভাবে জানানো হয়নি। রোগী সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রতিবেদেনে বলা হয়, চিকিৎসা সাহিত্যে রোগীরা ৪০টি ছুরি থেকে শুরু করে এক পাউন্ড পেরেক এবং স্ক্রু পর্যন্ত খেয়ে ফেলেছেন এমন ঘটনা পেয়েছে। তবে, হুরঘাদার মোবাইল ফোন গিলে ফেলার এই অদ্ভুত ঘটনাটি বিশ্বব্যাপী বিরল। এর আগে ২০২১ সালে, মিশরে প্রথমবারের মতো মোবাইল ফোন সম্পূর্ণরূপে গিলে ফেলার ঘটনা ঘটে, যা রোগীর খাদ্যনালিতে আটকে যায় এবং জরুরি চিকিৎসার প্রয়োজন হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে