বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১১:২৮:০৯

অন্ধকার রাতে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েন প্রেমিক! তারপর...

অন্ধকার রাতে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েন প্রেমিক! তারপর...

আন্তর্জাতিক ডেস্ক : অন্ধকার রাতে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েছিলেন এক তরুণ। তবে ঘুম থেকে উঠে নিজেকে যে অবস্থায় দেখলেন, তা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। ভাইরাল এই ঘটনা ঘটেছে ভারতে।

জানা গেছে, রাতের অন্ধকারে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই তরুণ। এক পর্যায়ে বান্ধবীর ঘরেই ঘুমিয়ে পড়েন তিনি। কিন্তু পর দিন সকালে বাধে বিপত্তি। বান্ধবীর পরিবারের সদস্যদের কাছে তিনি হাতেনাতে ধরা পড়ে যান। গ্রামেও জানাজানি হয়ে যায়।

মেয়েটির পরিবার গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের ডেকে পাঠান। ঠিক হয়, ওই তরুণ এবং তার বান্ধবীর বিয়ে দেওয়া হবে। তরুণ প্রথমে রাজি না হলেও চাপের মুখে নতিস্বীকার করেন। বিয়ে হয় তাদের।

তবে ঘটনাটি অন্যদিকে মোড় নেয়, যখন আরেকটি ফলোআপ ভিডিওতে যুবককে বলতে শোনা যায়, তার পরিবার এই বিয়ে মেনে না নিলেও তিনি তার স্ত্রীকে নিয়ে থাকবেন।

ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অনেকে এ ঘটনাকে রাতের অপ্রয়োজনীয় দুঃসাহসিকতার ফল হিসেবে দেখছেন। আবার অনেকে দেখছেন ভালোবাসার জয় হিসেবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে