বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১২:২৩:২১

ভারতীয়দের বিরুদ্ধে এবার যুক্তরাজ্য যে বড় সিদ্ধান্ত নিল

ভারতীয়দের বিরুদ্ধে এবার যুক্তরাজ্য যে বড় সিদ্ধান্ত নিল

আন্তর্জাতিক ডেস্ক :  বিশ্ব রাজনীতিতে এখন অনেকটাই ব্যাকফুটে ভারত। বন্ধু বলে পরিচয় দেওয়া ডোনাল্ড ট্রাম্পও মুখ ফিরিয়ে নিয়েছেন মোদির দিক থেকে। রাশিয়ার সঙ্গে তেল কেনার বন্ধুত্ব ভোগাচ্ছে ভারতকে। বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিলে অন্য দেশের কাছ থেকেও যে চাপে পড়বে মোদি সরকার, তা আগে থেকেই জানা। এবার তা-ই হলো। ভারতীয়দের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য।

দেশটিতে বসবাসরত কয়েকটি দেশের নাগরিকদের কোনো অপরাধের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হলে, তাদের আপিল শুনানির আগেই নিজ দেশে নির্বাসনের নিয়ম রয়েছে। এবার সেইসব দেশের তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করেছে ব্রিটেনের সরকার।

এ আইনের অন্তর্ভুক্ত ১৫টি দেশ। ভারত যুক্ত হলেও এই তালিকায় দক্ষিণ এশিয়ার দুই দেশ বাংলাদেশ কিংবা পাকিস্তানের নাম নেই। এর ফলে বাংলাদেশি-পাকিস্তানিরা ছাড় পাবেন। ভারতীয়দের মুখোমুখি হতে হবে কঠিন বাস্তবতার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর এখন বহিষ্কার, পরে আপিল প্রকল্পে নতুন করে ১৫টি দেশ যুক্ত করায় অপরাধীদের বহিষ্কারের বিরুদ্ধে করা আপিলের শুনানির আগেই আরও অধিকসংখ্যক বিদেশি অপরাধীকে প্রত্যাবাসন করতে পারবে।

যুক্তরাজ্যে কারাগারে ওপর চাপ কমানো এবং অপরাধ সম্পর্কে জনসাধারণের উদ্বেগ প্রশমনের লক্ষ্যে এই নীতি গ্রহণ করে সরকার।

স্বরাষ্ট্র দপ্তরের নীতিতে বলা হয়েছে, কোনো ভারতীয় নাগরিক ব্রিটেনে অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হলে তাকে প্রথমে নির্বাসিত করা হবে। আপিল শুনানির আগেই এ আদেশ কার্যকর হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে