আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেহরক্ষীরা প্রায়ই বিভিন্ন কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন। এবার তারা আলোচনায় এসেছেন অদ্ভুত এক কারণে। জানা গেছে, পুতিনের নিরাপত্তাকর্মীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কা শীর্ষ সম্মেলনে টয়লেট স্যুটকেস বহন করে নিয়ে যান। খবর দ্য ইকোনমিক টাইমস।
রাশিয়ার প্রেসিডেন্টের শারীরিক অবস্থা গোপন রাখার লক্ষ্যে তার দেহরক্ষীরা এই ব্যাগ বা ভ্রাম্যমাণ টয়লেট বহন করেন বলে মার্কিন সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ইউএসের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিদেশি শক্তিরা যাতে পুতিনের স্বাস্থ্য সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করতে না পারেন, সে জন্য এই অস্বাভাবিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।
দ্য এক্সপ্রেস ইউএস বলেছে, প্রেসিডেন্ট পুতিন বিদেশ সফরে গেলে দেহরক্ষীরা তার মল সংগ্রহ করে তা রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যান।
ইউক্রেন যুদ্ধের অবসানে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠক ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আলাস্কা সফরে পুতিনের দেহরক্ষীরা সব সময়ই তার চারপাশে অবস্থান করেন। প্রেসিডেন্ট পুতিনের নিরাপত্তা নিশ্চিত ও রুশ গোয়েন্দা তথ্য রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেন তারা।