শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ০৪:২৬:৫০

Vivo আরও এক ধাপ এগিয়ে এবার ইনোভেটিভ প্রযুক্তিতে!

Vivo আরও এক ধাপ এগিয়ে এবার ইনোভেটিভ প্রযুক্তিতে!

আন্তর্জাতিক ডেস্ক : Vivo আরও এক ধাপ এগিয়ে ইনোভেটিভ প্রযুক্তির দিকে। তারা এমন এক নতুন ধরনের ফোল্ডেবল স্মার্টফোন তৈরির কাজ করছে, যাতে থাকবে  ডিটাচেবল স্ক্রিন ফিচার। 

সম্প্রতি প্রকাশিত পেটেন্ট ফাইলিং অনুযায়ী, এই স্মার্টফোনে থাকবে দুটি স্ক্রিন মডিউল, যেগুলো প্রয়োজনে আলাদা করে আলাদাভাবে ব্যবহার করা যাবে। ধারণা করা হচ্ছে, এই প্রযুক্তি ফোল্ডেবল ফোনের ডিজাইন ও ব্যবহার পদ্ধতিতে এক নতুন যুগের সূচনা করবে। চলুন জেনে নিই Vivo-র আসন্ন এই ডিটাচেবল স্ক্রিন ফোল্ডেবল ফোনের বিস্তারিত তথ্য।

Vivo ডিটাচেবল স্ক্রিন Foldable স্মার্টফোনের ফিচার (পেটেন্ট অনুযায়ী)
১. ডুয়েল স্ক্রিন ডিজাইন:
ডিভাইসটিতে থাকবে দুটি স্ক্রিন — একটি প্রাইমারি স্ক্রিন এবং একটি সেকেন্ডারি ডিটাচেবল স্ক্রিন।

২. ডিটাচেবল সেকেন্ডারি ইউনিট:
সেকেন্ডারি স্ক্রিনটিকে প্রাইমারি ইউনিট থেকে আলাদা করে ব্যবহার করা যাবে, এবং এটি নিজস্ব ফাংশনাল ডিভাইস হিসেবেও কাজ করবে।

৩. স্বাধীন কার্যক্ষমতা:
ডিটাচেবল স্ক্রিনের নিজস্ব ডিসপ্লে, স্পিকার, ব্যাটারি এবং ক্যামেরা থাকবে, যা কন্ট্রোল ডিভাইস থেকে ডেটা নিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারবে।

৪. ওয়্যারলেস/কন্ট্যাক্ট বেসড কানেকশন:
সেকেন্ডারি ইউনিট ওয়্যারলেস অথবা পিন সংযোগের মাধ্যমে কন্ট্রোল ডিভাইসের সঙ্গে কানেক্ট হবে এবং প্রয়োজনীয় ডেটা আদান-প্রদান করবে।

৫. ইন্টেলিজেন্ট কন্ট্রোল ইউনিট:
ডিটাচ হওয়ার পর সেকেন্ডারি স্ক্রিনে আলাদা একটি কন্ট্রোল সিস্টেম সক্রিয় হবে, যা নিজস্ব হার্ডওয়্যার পরিচালনা করতে পারবে।

৬. পাওয়ার শেয়ারিং:
সেকেন্ডারি স্ক্রিন প্রয়োজনে ওয়্যার্ড বা ওয়্যারলেস চার্জিংয়ের মাধ্যমে মূল ডিভাইসের ব্যাটারি চার্জ করতেও সাহায্য করবে।

৭. আলাদা স্মার্ট ডিভাইস হিসেবে ব্যবহার:
এই সেকেন্ডারি ইউনিটকে সম্পূর্ণ স্বাধীন একটি স্মার্ট ডিভাইস হিসেবেও ব্যবহার করা যাবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
এই পেটেন্টটি ২০২৪ সালের ১৭ ডিসেম্বর রেজিস্টার করা হয় এবং ২০২৫ সালের ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। Vivo-র লক্ষ্য হলো, বর্তমান ফোল্ডেবল ফোনগুলোর স্ক্রিন ব্যবহারের অপচয় কমানো এবং সেকেন্ডারি স্ক্রিনের কার্যকারিতা আরও বাড়ানো। নতুন এই প্রযুক্তি ইউজারদের গেমিং, প্রেজেন্টেশন বা মাল্টি-স্ক্রিন কাজের অভিজ্ঞতাকে আরও সহজ এবং কার্যকর করে তুলবে।

Vivo শুধু ফোল্ডেবল ডিভাইসের উপযোগিতা বাড়াতেই নয়, বরং স্মার্টফোন ডিজাইনের ভবিষ্যৎ পরিবর্তন করতেও এগিয়ে আসছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে