আন্তর্জাতিক ডেস্ক : বাজারে নতুন সিঙ্গেল সিট ভার্সন নিয়ে এলো হিরো মোটোকর্পের জনপ্রিয় মোটরসাইকেল এক্সট্রিম ১২৫আর।
বাজারে নতুন সিঙ্গেল সিট ভার্সন নিয়ে এলো হিরো মোটোকর্পের জনপ্রিয় মোটরসাইকেল এক্সট্রিম ১২৫আর। নতুন ভ্যারিয়েন্টটিতে কোনো যান্ত্রিক পরিবর্তন আনা হয়নি, তবে সিট ডিজাইনে পরিবর্তন করা হয়েছে।
কী কী পরিবর্তন হয়েছে?
নতুন এক্সট্রিম ১২৫আর মডেলে যুক্ত করা হয়েছে একটানা এক টুকরো সিট (সিঙ্গেল সিট), যা রাইডার ও পিলিয়নের জন্য আরও আরামদায়ক সাপোর্ট দেবে। তবে এর ফলে বাইকটির স্পোর্টি লুক কিছুটা কম মনে হতে পারে।
অন্যদিকে, নিরাপত্তার জন্য বাইকটিতে আগের মতোই অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) রয়েছে।
প্রতিদ্বন্দ্বী মডেল
হিরো এক্সট্রিম ১২৫আর বাজারে প্রতিদ্বন্দ্বিতা করবে বাজাজ পালসার N125, টিভিএস রাইডার 125 এবং হোন্ডা সিবি 125 হর্নেটের সঙ্গে।
ইঞ্জিন ও পারফরম্যান্স
নতুন এই বাইকে ব্যবহার করা হয়েছে হিরো মোটোকর্পের তৈরি একেবারে নতুন ১২৫ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন।
সর্বোচ্চ শক্তি: ১১.৫ বিএইচপি @ ৮,২৫০ আরপিএম
সর্বোচ্চ টর্ক: ১০.৫ এনএম @ ৬,০০০ আরপিএম
গিয়ার: ৫-স্পিড ট্রান্সমিশন
দাবি করা মাইলেজ: প্রতি লিটারে প্রায় ৬৬ কিমি
রঙের ভ্যারিয়েন্ট
তরুণ ক্রেতাদের আকর্ষণে বাইকটি আনা হয়েছে তিনটি উজ্জ্বল রঙে—
কোবাল্ট ব্লু
ফায়ারস্টর্ম রেড
স্ট্যালিয়ন ব্ল্যাক
হিরো গ্ল্যামার এক্স ১২৫–ও বাজারে
একই সঙ্গে হিরো তাদের ১২৫ সিসি সেগমেন্টে নতুন আরেকটি মডেল গ্ল্যামার এক্স ১২৫ বাজারে এনেছে। এটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে—ড্রাম ও ডিস্ক।
এই মডেলটিকে হিরো দাবি করছে সবচেয়ে ফিউচারিস্টিক ১২৫ সিসি মোটরসাইকেল হিসেবে। বাইকটিতে থাকছে—
ক্রুজ কন্ট্রোল
রাইড-বাই-ওয়্যার থ্রটল
তিনটি রাইডিং মোড (পাওয়ার, ইকো, রোড)
ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার
ব্লুটুথ কানেক্টিভিটি
ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট
ফুল এলইডি লাইটিং
আন্ডারসিট স্টোরেজ