বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২:৩৩:৩৯

মহাবিপদে ভারত!

মহাবিপদে ভারত!

আন্তর্জাতিক ডেস্ক : মহাবিপদে ভারত! আগামীকাল (২৭ আগস্ট) থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী নতুন ৫০% শুল্ক কার্যকর হচ্ছে। এতে মূলত ভারত থেকে আমদানি হওয়া কিছু পণ্য ও সামগ্রীর ওপর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত ভারতীয় ব্যবসা-বাণিজ্য ও রপ্তানিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, রপ্তানি খাত এবং ক্রুড পেট্রোলিয়াম পণ্যগুলোর উপর প্রভাব অতি গুরুতর হতে পারে।

অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তবে ভারতের বৈদেশিক বাণিজ্য ঘাটতি বৃদ্ধি এবং রপ্তানি আয় হ্রাসের মতো সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়ীরা এখন নতুন শুল্কের প্রভাব অনুযায়ী ব্যবসায়িক কৌশল পুনর্বিন্যাসের প্রস্তুতি নিচ্ছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে