শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১২:৫৫:৩০

সৌদিতে আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ! কারা আবেদন করতে পারবেন?

সৌদিতে আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ! কারা আবেদন করতে পারবেন?

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের জন্য সুযোগ দিয়ে থাকে সৌদি আরব। মূলত রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় এ সুযোগ মেলে; যা ‘সৌদি গ্রিন কার্ড’ নামেও পরিচিত। এই প্রোগ্রামের আওতায় বিদেশি নাগরিকরা কোনো স্থানীয় স্পন্সর বা কফিল ছাড়াই দেশটিতে বসবাস, কাজ এবং ব্যবসার সুযোগ পান।

দেশটির ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী এবং বিদেশি মেধা ও বিনিয়োগকে আকৃষ্ট করা।

যদি আপনি এ রেসিডেন্সি পোগ্রামের আওতায় যান, তাহলে এই প্রোগ্রামে যেসব সুবিধা পাবেন—

* পরিবার নিয়ে সৌদি আরবে থাকার সুযোগ। * নিজস্ব ব্যবসা শুরু করার বা যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার স্বাধীনতা। * সৌদিতে সম্পত্তি কেনা ও তার মালিকানা লাভের সুযোগ (তবে মক্কা, মদিনা ও সীমান্ত এলাকার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না)। * নিজ দেশ থেকে অবাধে আসা-যাওয়ার সুবিধা। * স্ত্রী ও সন্তানদের স্পন্সর করার সুযোগ।

রেসিডেন্সির প্রকারভেদ

এই প্রোগ্রামের অধীনে দুই ধরনের রেসিডেন্সি পাওয়া যায়—

স্থায়ী রেসিডেন্সি

এ জন্য এককালীন আট লাখ সৌদি রিয়াল ফি দিতে হবে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৫৯ লাখ টাকার সমান। এই রেসিডেন্সির মেয়াদ আজীবন বৈধ থাকবে।

নবায়নযোগ্য রেসিডেন্সি

এর জন্য প্রতি বছর এক লাখ সৌদি রিয়াল দিতে হবে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকার সমান। এটি প্রতিবছর নবায়ন করা যাবে।

কারা আবেদন করতে পারবেন?

আবেদনের জন্য আপনার নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে—

* বয়স হতে হবে ২১ বছরের বেশি। * নিজ দেশের বৈধ পাসপোর্ট থাকতে হবে। * শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড থাকা যাবে না। * বৈধভাবে সৌদি আরবে প্রবেশ করতে হবে। * প্রমাণ দেখাতে হবে আর্থিক সচ্ছলতার।

কীভাবে আবেদন করবেন? আবেদনের প্রক্রিয়াটি খুবই সহজ—

* প্রথমে পিআর.গভ.এসএ (pr.gov.sa) এই অফিশিয়াল ওয়েবসাইটে যান। * সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে অনলাইন ফর্মটি পূরণ করুন। * প্রয়োজনীয় কাগজপত্র (যেমন : পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, মেডিকেল রিপোর্ট) আপলোড করুন। * অনলাইনেই নির্ধারিত ফি জমা দিন। * আবেদনের অনুমোদন পেতে ১ থেকে ৩ মাস সময় লাগতে পারে।

গুরুত্বপূর্ণ কিছু বিষয়

* আপনি রেসিডেন্সি পেলেও আপনার সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে রেসিডেন্সি পাবে না। * মক্কা, মদিনা এবং সীমান্ত অঞ্চলের মধ্যে কোনো সম্পত্তি কেনা যাবে না। * নবায়নযোগ্য রেসিডেন্সি সময়মতো নবায়ন করতে হবে। সূত্র: সাচ.পিকে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে