রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৮:১৭

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।  শনিবার (১৩ সেপ্টেম্বর) মেরিদা ও ক্যাম্পেচে শহরের মাঝামাঝি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

রাজ্যের জননিরাপত্তা দপ্তরের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, মেরিদা ও ক্যাম্পেচে শহরের মাঝামাঝি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে একটি ট্রেলার, একটি প্রাইভেটকার ও একটি ট্যাক্সির যাত্রীরা নিহত হন।

ইউকাতানের গভর্নর জোয়াকিন দিয়াজ মেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেন, ‘এই বেদনাদায়ক মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।’

তিনি আরও জানান, খবর পাওয়ার পর থেকেই জরুরি সেবা, নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে সহায়তা দিচ্ছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে