মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০২:০৩

যারা সৌদি আরবে যেতে চান তাদের জন্য বড় সুখবর

যারা সৌদি আরবে যেতে চান তাদের জন্য বড় সুখবর

আন্তর্জাতিক ডেস্ক : ভ্রমণকারীদের জন্য বড় সুখবর দিলো সৌদি আরব। ভিজিটর আইডি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে এখন থেকে সৌদি আরবে ভ্রমণকারীরাও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন।

জানা গেছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ভিজিটর আইডি অনুমোদিত প্লাটফর্মের মাধ্যমে ভেরিফাই করা যাবে।

এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খোলা আরো সহজ হবে। দেশটির 'ভিশন ২০৩০'কে সামনে রেখে এই কৌশলগত পদক্ষেপ পর্যটন খাতকে আরো উৎসাহিত করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

তারা বলছেন, এর মাধ্যমে ভ্রমণকারীরা তাদের ভিজিটর আইডি দিয়ে খোলা ব্যাংক অ্যাকাউন্ট এবং স্থানীয় ডিজিটাল মোবাইল ওয়ালেট ব্যবহার করে অনলাইন পেমেন্ট করতে পারবেন। ফলে তাদের এখন নগদ টাকার ওপর নির্ভরশীলতা কমবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে