আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে এক শীর্ষস্থানীয় জেনারেলদের বৈঠকে বলেছেন, বর্তমানে থেকেই আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এবং জয় নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য হতে হবে।
এই নির্দেশের পরিপ্রেক্ষিতে ক্রেমলিন সর্বশেষ প্রতিক্রিয়ায় জানিয়েছে, তারাও একইভাবে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে যাচ্ছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরাও আমাদের বাহিনী সর্বদা শক্তিশালী করার পথে রয়েছি, শান্তির দিকে অটল থাকার পাশাপাশি কূটনৈতিক ও রাজনৈতিক পথেও সব ধরনের সমাধানে প্রস্তুত রয়েছি।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্থানীয় সময় গত মঙ্গলবার সমবেত শতাধিক জেনারেল ও অ্যাডমিরালের সামনে ঘোষণা দেন, নতুন নামে ডিপার্টমেন্ট অব ওয়ার এখন থেকে শুধু যুদ্ধের প্রস্তুতি ও জয় নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করবে।
হেগসেথ জানান, তারা যুদ্ধ না চাইলেও শান্তি নিশ্চিত করতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এদিন জেনারেলদের স্বাস্থ্য নিয়েও সমালোচনাও করেন হেগসেথ। তিনি স্পষ্ট করে বলেন, সেনাদের শারীরিক মানদণ্ড কঠোরভাবে প্রয়োগ করা হবে। যুদ্ধের ময়দানে নিয়োজিত বাহিনীকে পুরুষ মানদণ্ডে উচ্চ স্কোর করতে হবে।
একইসঙ্গে, ওয়োক কালচার বা অতিমাত্রায় প্রগতিশীল, পরিচয় গোপন কিংবা বিভাজনমূলক কোনো নীতি আর সহ্য করা হবে না বলে ঘোষণা দেন তিনি। তথ্যসূত্র : রয়টার্স।