বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ০৬:০৩:১২

একটি ছাড়া ফ্লোটিলার সব জাহাজ আটক করা হয়েছে, দাবি ইসরায়েলের

একটি ছাড়া ফ্লোটিলার সব জাহাজ আটক করা হয়েছে, দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা একটি বাদে সব জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২ অক্টোবর) লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, এক্স-পোস্টে ইসরায়েলি প্রররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোনো জাহাজ 'সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা আইনি নৌ-অবরোধ ভাঙার চেষ্টায় সফল হয়নি। সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন।'

বিবৃতিতে আরও বলা হয়, 'তারা নিরাপদে ইসরায়েলের দিকে যাচ্ছেন, যেখান থেকে তাদের ইউরোপে নির্বাসিত করা হবে।'

এতে বলা হয়, একটি জাহাজ রয়ে গেছে। যদি এটি কাছে আসে, তবে এটিকেও প্রতিরোধ করা হবে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে, গত মধ্যরাতে ইসরায়েলি নৌ-কমান্ডোরা গ্লোবাল ফ্লোটিলার ৪৪টি জাহাজের মধ্যে প্রায় ৪০টিতে উঠে পড়ে। তারা জিপিএস সিগন্যাল বন্ধ করে দিয়ে জাহাজে থাকা শত শত কর্মীকে আটক করে।

রয়টার্সের যাচাই করা ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভিডিওতে গ্রেটাকে সৈন্য-বেষ্টিত একটি ডেকের ওপর বসে থাকতে দেখা গেছে। আটক যাত্রীদের মধ্যে নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাও রয়েছেন।

গাজামুখী নৌবহরটিতে ইসরায়েলি এমন হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছে তুরস্ক। একই সঙ্গে এ ঘটনায় স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক ও গ্রিসসহ বহু দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে