বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ০৬:০৭:৫২

প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষে নিহত ২

প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্থানের পাঞ্জাব প্রদেশে প্রেমের একটি বিয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

 বুধবার (১ অক্টোবর) পাকপত্তন জেলার আরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন-এর বরাত দিয়ে এই খবর জানা গেছে।

পুলিশের তথ্যমতে, আরাইন এবং পানওয়ার সম্প্রদায়ের সদস্যদের মধ্যে এই সংঘর্ষের সময় ব্যাপক গুলি বিনিময় হয়। সহিংসতায়, আরাইন গোষ্ঠীর গোলাম মুর্তজা (৫০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া, গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

এদিকে, সংঘর্ষ চলাকালে অপর পানওয়ার গোষ্ঠীর মুনির নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এই গোষ্ঠীর আরও একজন গুলিতে আহত হয়েছেন।

খবর পেয়ে জেলা পুলিশ অফিসার (ডিপিও) জাভেদ চাদহার নেতৃত্বে পুলিশের একটি বিশাল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো এলাকা ঘিরে ফেলে। জড়িতদের খুঁজে বের করে দ্রুত গ্রেপ্তারের জন্য ডিএসপি চৌধুরী ইনামুল হক একটি বিশেষ দল গঠন করেছেন। নিহত গোলাম মুর্তজার ছেলে মুহাম্মদ আসিফের অভিযোগের ভিত্তিতে কল্যাণা থানায় এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে