বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ০৮:৪০:৪৫

গির্জার কাঠামো ভেঙে ৩৬ জনের মৃত্যু, আহত ২০০

গির্জার কাঠামো ভেঙে ৩৬ জনের মৃত্যু, আহত ২০০

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য ইথিওপিয়ার একটি ধর্মীয় উৎসবে আংশিকভাবে নির্মিত একটি গির্জার ভেতরে কাঠের কাঠামো ভেঙে পড়ে কমপক্ষে ৩৬ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। পুলিশ এবং জীবিত একজন জীবিত ব্যক্তির বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান আহমেদ গেবেয়েহু রাষ্ট্র-অনুমোদিত ফানা ব্রডকাস্টিংকে জানিয়েছেন, আমহারা অঞ্চলের উত্তর শেওয়া জোনের মিনজার শেনকোরা ওরেদার আরের্তি সেন্ট মেরির গির্জা পরিদর্শনকারী উপাসকদের ভারে বুধবার অস্থায়ী কাঠের কাঠামোটি ভেঙে পড়ে।

গেবেয়েহু জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

বেঁচে যাওয়া তাদেসে তেসফায়ে বলেন, “ক্ষতি হয়েছিল কাঠামোটি ভেঙে পড়ার কারণে। এটি কেবল নিচের লোকদের পিষে ফেলে। যারা সীমানায় ছিলেন তারা বাইরে দৌড়ে বেরিয়ে আসেন, কিন্তু যারা মাঝখানে ছিলেন তারা মারা যান।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে