আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাবের গুরদাসপুরে এক নারী তার শাশুড়িকে নৃশংসভাবে পেটানোর ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, হারজিত কৌর নামের ওই নারী তার শাশুড়ি গুরবাজন কৌরকে চুল ধরে টানছেন, থাপ্পড় মারছেন এবং গালাগালি করছেন। পরিস্থিতি এমন যে তার ছেলে বারবার অনুরোধ করছেন, মা, দাদিকে ছেড়ে দাও। কিন্তু সন্তানের অনুরোধ উপেক্ষা করে হারজিত কৌর নির্যাতন চালিয়ে যাচ্ছেন।
ভুক্তভোগী গুরবাজন কৌর পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, তার ছেলের বউ দীর্ঘদিন ধরেই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছেন এবং সব সম্পত্তি নিজের নামে লিখে দিতে চাপ দিচ্ছেন।
নাতি চরৎবীর সিং জানিয়েছেন, মদ্যপ অবস্থায় তার মা প্রায়ই দাদিকে মারধর করেন। এছাড়া বাবা এবং নিজেকেও তিনি নির্যাতন করেছেন। চরৎবীর বলেন, তিনি এই সব ঘটনার ভিডিও প্রমাণ হিসেবে রেকর্ড করেছেন। এক ভিডিওতে দেখা যায়, হারজিত কৌর তার স্বামীকে স্যান্ডেল দিয়ে মারছেন, আরেকটিতে তাকে ঘরে আটকে রাখছেন যাতে সে দাদির কাছে যেতে না পারে। ঘটনার পর পুলিশ হারজিত কৌরকে সতর্ক করেছে। সূত্র: ইন্ডিয়া টুডে