বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, ০১:২২:১৬

যে খবরে গাজায় আনন্দের জোয়ার!

যে খবরে গাজায় আনন্দের জোয়ার!

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত গাজায় বিদ্যুৎ নেই, তবুও সাংবাদিকরা থেমে নেই। অন্ধকার রাস্তায় ‘প্রেস’ লেখা জ্যাকেট পরে তারা মাইকে ঘোষণা করছেন, ‘যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে।’  আর এতে আনন্দের জোয়ার বইছে গাজায়। 

গত দুই বছরে গাজার বিপর্যয়ের সঙ্গে বিশ্বজুড়ে মানুষও সংহতি দেখিয়েছে। নিউইয়র্ক, মেক্সিকো সিটি, লন্ডন, রোম ও প্যারিসে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমেছে।

তবে যুদ্ধবিরতি সত্ত্বেও সব এলাকায় নিরাপত্তা নেই। ইসরায়েলি সেনারা জানাচ্ছেন, উত্তর গাজা এখনো ‘অত্যন্ত বিপজ্জনক’, গাজা সিটি ও উত্তরের কিছু এলাকা ফেরত যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ। শুধু সরকারি নির্দেশনা মেনে সেখানে চলাচল করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে