শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ০৯:৪৮:৫১

সাবধান হউন মালয়েশিয়া থাকা যেসব প্রবাসীরা!

সাবধান হউন মালয়েশিয়া থাকা যেসব প্রবাসীরা!

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কেলান্তান রাজ্য সড়ক পরিবহন বিভাগের (জেপিজে) সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ৬ জন বাংলাদেশিসহ মোট ২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজ্যের মেনতারা এনফোর্সমেন্ট স্টেশনে পরিচালিত এই অভিযানে বিদেশিদের মালিকানাধীন কয়েকটি যানবাহনও জব্দ করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযান সকাল ৮টায় শুরু হয়, যেখানে দুটি সংস্থার মোট ৪০ জন কর্মকর্তা অংশ নেন। কর্তৃপক্ষের নজর এড়াতে অবৈধ অভিবাসীরা গণপরিবহন ব্যবহার করছে—এমন খবর পেয়েই অভিযানটি চালানো হয়।

আটককৃত ২৪ জনের মধ্যে ৬ জন বাংলাদেশি নাগরিক (পাঁচজন পুরুষ ও একজন নারী) রয়েছেন। এছাড়া আটককৃতদের মধ্যে রয়েছেন পাঁচজন ভারতীয় পুরুষ, দুজন পাকিস্তানি পুরুষ, দুজন মিয়ানমারের নাগরিক, আটজন ইন্দোনেশীয় নাগরিক (এক পুরুষ ও সাত নারী) এবং একজন ভারতীয় নারী।

তদন্তের জন্য আটককৃতদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন কেলান্তান এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ অভিবাসী শনাক্তে তাদের অভিযান আরও জোরদার করা হবে। একইসঙ্গে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে, যেন কেউ অবৈধ অভিবাসীদের আশ্রয়, সহায়তা বা সুবিধা না দেন। বিবৃতিতে সতর্ক করা হয়েছে যে অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা দিলে তাদের বিরুদ্ধেও কঠোর ও আপসহীন ব্যবস্থা নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে