আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়েস্টল্যান্ডের ৬৫ বছর বয়সী ভ্যালেরি উইলিয়ামসের কাছে লটারি সংস্থা থেকে বারবার ফোন আসছিল। তিনি প্রতিবারই সেগুলোকে প্রতারণার কল (স্ক্যাম) ভেবে এড়িয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত একবার ফোন ধরতেই তিনি অবাক হয়ে যান।
তিনি জানতে পারেন, তিনি এক মিলিয়ন মার্কিন ডলার জেতার একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন এবং তাতে তিনি সফল হয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এই লটারিতে তিনি প্রায় ১২ কোটি ১ লাখ ৮০ হাজার ৯৩১ টাকা জিতেছেন। একটি ফোন কলের কারণে তার জীবন এভাবে বদলে যায়। ভ্যালেরি উইলিয়ামস নিয়মিত লটারি কাটতেন, কিন্তু বারবার হেরে যাওয়ায় হতাশ ও বিরক্ত হয়ে তিনি লটারি সংস্থার কোনো ফোনই আর ধরছিলেন না।
ওই বৃদ্ধা একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, লটারি সংস্থা থেকে বারবার ফোন এলেও তিনি সেগুলোকে প্রতারণা ভেবে ধরতেন না। কয়েকদিন আগে আবার ফোন এলে, তার ইচ্ছা না থাকা সত্ত্বেও তিনি ফোনটি ধরেন।
তখন তাকে বলা হয় যে, তিনি ১ মিলিয়ন ডলার জেতার প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। প্রথমে তিনি এটি বিশ্বাস করেননি। পরে অন্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হন এবং সেই প্রতিযোগিতায় অংশ নেন। গত ১৯ সেপ্টেম্বর ডেট্রয়েটের কমেরিকা পার্কে লটারি সংস্থার একটি প্রতিযোগিতায় ডাকা হয় বৃদ্ধাকে।
ওই নারী জানান, প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় তিনি খুব চিন্তিত ছিলেন, কিন্তু পরে দেখেন বিজয়ীদের তালিকায় তার নাম উঠেছে। এত বড় অঙ্কের টাকা দিয়ে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, 'আমি এখনো এটা বিশ্বাস করতে পারছি না। কী করব জানি না। তবে আপাতত স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছি।' সূত্র: সিবিএস নিউজ