আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি যুদ্ধ সমাধানে পারদর্শী বলেও দাবি করেছেন।
ইসরাইলে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এটি হবে আমার অষ্টম যুদ্ধ যা আমি সমাধান করেছি। শুনেছি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এখন একটি যুদ্ধ চলছে। আমার ফিরে আসা (মধ্যপ্রাচ্য থেকে) পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এখন আরেকটি (যুদ্ধ থামানোর কাজ) করছি।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি যুদ্ধ সমাধানে, শান্তি স্থাপনে দক্ষ। এটা করা সম্মানের। আমি লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি, লাখ লাখ জীবন।
পাকিস্তান ও আফগান সেনাদের মধ্যে সম্প্রতি সংঘর্ষে দুই পক্ষেরই বহু সেনা নিহত হয়েছে, যা ২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে উভয় পক্ষের মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘর্ষের মধ্যে একটি।
তালেবান প্রশাসনের অভিযোগ, পাকিস্তানি সেনাবাহিনী দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে এবং পাকিস্তান সীমান্তবর্তী পাকতিকা প্রদেশের মারঘা অঞ্চলের একটি বাজারে বোমা হামলা চালিয়েছে। এরপরই সবশেষ এই উত্তেজনা বৃদ্ধি পায়।
সোমবার (১৩ অক্টোবর) ইসরাইলে পৌঁছান ট্রাম্প। নেসেট বা ইসরাইলি সংসদে ভাষণও দিয়েছেন তিনি। ইসরাইলি বন্দিদের পরিবারের সাথে দেখা করার কথাও আছে ট্রাম্পের।
এরপর মিশরের শারম আল-শেখে যাবেন মার্কিন প্রেসিডেন্ট, যেখানে শান্তি সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে যোগ দেবেন। সূত্র: আনাদোলু এজেন্সি