মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ০২:৫১:২১

এক মাসের মধ্যে যা না করলে দেশে পাঠিয়ে দেওয়া হবে প্রবাসীদের!

এক মাসের মধ্যে যা না করলে দেশে পাঠিয়ে দেওয়া হবে প্রবাসীদের!

আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপ সরকার সতর্ক করেছে, আগামী এক মাসের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন না করা প্রায় ২৭ হাজার প্রবাসী ইমিগ্রেশন আইনের আওতায় দেশে ফেরত পাঠানো হতে পারে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীরা নির্ধারিত সময়ের মধ্যে ন্যাশনাল সেন্টার ফর ইনফরমেশন টেকনোলজি (এনসিআইটি) ভবনের জব সেন্টারে গিয়ে বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে। যৌক্তিক কারণ ছাড়া অনলাইন সিস্টেমের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরের মে মাসে ‘অপারেশন কুরাঙ্গি’ উদ্যোগের মাধ্যমে মালদ্বীপে বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়। দেশটির রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু গত ২৪ সেপ্টেম্বর জানিয়েছেন, এ পর্যন্ত ১ লাখ ৭৮ হাজার ৯৮২ জন প্রবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে।

এদিকে, ইমিগ্রেশন ও স্থানীয় পুলিশ অনিয়মিত অভিবাসীদের শনাক্তকরণ ও অপসারণে যৌথ অভিযান চালাচ্ছে। সরকার ঘোষণা করেছে, ক্ষমতার প্রথম তিন বছরের মধ্যে অবৈধ অভিবাসন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ প্রবাসীদের প্রতি সতর্ক করে বলেন, “মালদ্বীপে বায়োমেট্রিক নিবন্ধন এখন বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে এটি সম্পন্ন না করলে প্রবাসীরা ইমিগ্রেশন আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হতে পারেন। তাই দ্রুততম সময়ে বায়োমেট্রিক সম্পন্ন করুন, যাতে কোনো জটিলতায় পড়তে না হয়।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে