আন্তর্জাতিক ডেস্ক : নারীশক্তিকে নিজের অনুপ্রেরণা উল্লেখ করে, বুধবার (১৫ অক্টোবর) বিহারের এক নারী বুথ কর্মীকে (নির্বাচনী কেন্দ্রের) স্যারের পরিবর্তে ভাইয়া বা ভাই বলে সম্বোধন করতে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এতে প্রশংসায় ভাসছেন ভারতজুড়ে।
‘নমো অ্যাপের’ মাধ্যমে নির্বাচনমুখী রাজ্যটির বিজেপি কর্মীদের সাথে ভার্চুয়াল আলাপচারিতায় মোদি সেখানকার নারীদের ‘গণতন্ত্রের উৎসব’ উদযাপনের জন্য দলবদ্ধভাবে ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, নারীশক্তি আমার সবচেয়ে বড় শক্তি, ঢাল এবং অনুপ্রেরণা। বিহারের সব বোন এবং মায়েদের গণতন্ত্রের উৎসব উদযাপনের জন্য দলবদ্ধভাবে ভোট দিতে যাওয়া উচিত।
ভারতের প্রধানমন্ত্রী বিহারের বিজেপি কর্মীদের কেন্দ্র এবং নীতিশ কুমার সরকারের চালু করা প্রকল্পগুলো সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেয়ার জন্য প্রতিটি ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানান।
আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বুধবার বিজেপি ১২ জন প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে।
আলিনগর আসন থেকে গায়িকা মৈথিলী ঠাকুর এবং বক্সার থেকে সাবেক আইপিএস অফিসার আনন্দ মিশ্রকে প্রার্থী করেছে দলটি।
সূত্র: এনডিটিভি