আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ৬.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, পাপুয়া প্রদেশের আবেপুরা থেকে প্রায় ১২০ মাইল দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থলে গভীরতা ছিল ২১ মাইল।
ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি'র তথ্য অনুসারে, ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.৮।
ঘটনার পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার' অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়।